• মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৭ ১৪৩১

  • || ২০ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

করোনা ভাইরাস ঠেকাতে টাঙ্গাইলে ছিটানো হচ্ছে জীবাণুনাশক

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ২৬ মার্চ ২০২০  

বিশ্বের অধিকাংশ দেশে ছড়িয়ে পড়া করোনা ভাইরাস থেকে রক্ষায় টাঙ্গাইল শহরের গুরত্বপূর্ণ সড়কে বুধবার (২৫ মার্চ) দুপুর থেকে জীবাণুনাশক স্প্রে করে ছিটানো হচ্ছে।

জেলা প্রশাসন, ফায়ার সার্ভিস ও টাঙ্গাইল পৌরসভার যৌথ উদ্যোগে এ কার্যক্রম করা হচ্ছে। আগামী ৩১ মার্চ পর্যন্ত দিনে একবার স্প্রে করা হবে বলে জানা গেছে।

এসময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল ফায়ার স্ট্রেশন ও সিভিল ডিফেন্সের উপসহকারী প্রকৌশলী আব্দুল জলিল, পৌরসভার কাউন্সিলর কামরুজ্জামান মামুন প্রমুখ।

টাঙ্গাইল ফায়ার স্ট্রেশন ও সিভিল ডিফেন্সের উপসহকারী প্রকৌশলী আব্দুল জলিল বলেন, প্রথম অবস্থায় যেখানে জনসমাগম বেশি হয় সেই গুরত্বপূর্ণ জায়গায় স্প্রে করা হচ্ছে। পর্যায়ক্রমে সব জায়গাতেই স্প্রে করা হবে।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল