• মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৭ ১৪৩১

  • || ২০ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

নাগরপুরে ৬ বিদেশ ফেরত প্রবাসি হোম কোয়ারেন্টাইনে

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ১৯ মার্চ ২০২০  

টাঙ্গাইলের নাগরপুরে বিভিন্ন ইউনিয়নের ৬ জন বিদেশ ফেরতদের হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। তাদের শরীরে করোনা ভাইরাসের উপসর্গ না থাকলেও বিদেশ ফেরত হওয়ার কারণে তাদেরকে নিজ নিজ বাড়িতে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

করোনাভাইরাস প্রতিরোধে উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ ফয়েজুল ইসলামকে সভাপতি করে ৯ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে । এছাড়া প্রতি ইউনিয়নে ৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে ।

নাগরপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রোকনুজ্জামান খান বলেন, করোনাভাইরাস প্রতিরোধে এ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৮ বেডের আইসোলেশন ইউনিট প্রস্তুত রাখা হয়েছে। পর্যবেক্ষণে থাকা এরা সম্প্রতি ইতালি, চীন, দক্ষিণ আফ্রিকা,
সৌদি আরব ও সিংগাপুর থেকে এসেছেন। পাশাপাশি জনমনে সচেতনা বৃদ্ধির লক্ষে সর্তকতা মূলক প্রচার কার্যক্রমও গ্রহণ করা হয়েছে।

তিনি আরও জানান, এ উপজেলায় এখন পর্যন্ত বিদেশ ফেরত ৬ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে এবং নতুন করে মামুদ নগর ইউনিয়নে আরেক জন বিদেশ ফেরত ব্যক্তির পরিচয় পাওয়া গেছে। প্রশাসন নিয়ে আমরা খুব শিঘ্রই সেখানে যাব।

উপজেলার ধুবরিয়া ইউনিয়নে তিন জন, সহবতপুর, গয়হাটা, দপ্তিয়র ইউনিয়নে এক জন করে বিদেশ ফেরতদের সনাক্ত করে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। তারা যাতে নিয়মের বাইরে না চলাচল করে সে জন্য তাদের উপর কড়া নজরদাড়িতে রাখা হচ্ছে। সেই সাথে যদি কেউ নিয়ম না মেনে চলাচল করে তাদের জন্য আইনি ব্যবস্থাসহ জরিমানার জন্য বিশেষ সতর্ক করা হচ্ছে।

স্বাস্থ্যকর্মীরা মাস্ক ও প্রয়োজনীয় সামগ্রী ব্যবহার করে এসব ব্যক্তির নিয়মিত দেখা শোনা করছেন বলে তিনি জানান। এছাড়া হাঁচি কাশি নিয়ে কোন রোগী এখানে আসেনি বলেও জানান স্বাস্থ্য কমপ্লেক্সের ওই কর্মকর্তা।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল