• মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৭ ১৪৩১

  • || ২০ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

গোপালপুরে জনসম্মুখে ঘোরাফেরা করায় প্রবাসীকে অর্থদন্ড

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ১৮ মার্চ ২০২০  

টাঙ্গাইলের গোপালপুরে কোয়ারেন্টাইন থেকে বের হওয়ায় সিঙ্গাপুরফেরত এক ব্যক্তিকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালতের বিচারক ইউএনও বিকাশ বিশ্বাস এ অর্থদণ্ডের আদেশ দেন।

অর্থদণ্ডপ্রাপ্ত ওই ব্যক্তির নাম মো. হাবিবুর রহমান। তিনি ধোপাকান্দি ইউপির শামছুল হকের ছেলে। 

গোপালপুর থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান, গত ১৬ মার্চ উপজেলার ধোপাকান্দি ইউপির শামছুল হকের ছেলে মো. হাবিবুর রহমান সিঙ্গাপুর থেকে দেশে আসেন। এরপর তার সঙ্গে হাসপাতাল, উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে যোগাযোগ করে কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দেয়া হয়।

কিন্তু তিনি সেটা না মেনে বুধবার সন্ধ্যায় স্থানীয় শাহজাহানপুর বাজরে জনসম্মুখে ঘোরাফেরা করছিলেন। এ কারণে ভ্রম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেয়া হয়।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল