• শনিবার ০৪ মে ২০২৪ ||

  • বৈশাখ ২০ ১৪৩১

  • || ২৪ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

মুজিববর্ষ উদযাপন উপলক্ষে ঘাটাইলে বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারি ২০২০  

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকী উপলক্ষে টাঙ্গাইলে ঘাটাইল উপজেলার শিক্ষার্থীদের অংশগ্রহনে বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করছে বিদ্যানন্দিনী শেখ হাসিনা গণগ্রন্থাগার।

আগামি ১৩ মার্চ শুক্রবার ঘাটাইল সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে চিত্রাঙ্কন, কবিতা আবৃত্তি ও বইপাঠ এই তিনটি ইভেন্টে প্রতিযোগীরা অংশগ্রহণ করবে। ঘাটাইলের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রথম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীরা ইভেন্টগুলোতে প্রতিদ্বন্দ্বিতা করবে বলে জানা গেছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঘাটাইলের সাবেক এমপি আলহাজ্ব আমানুর রহমান খান রানা।

আয়োজকরা জানান, চিত্রাঙ্কনে বঙ্গবন্ধুর প্রতিকৃতি আকঁবেন প্রতিযোগীরা। কবিতা আবৃত্তিতে বিষয় নির্ধারণ করা হয়েছে সব্যসাচী লেখক সৈয়দ শামছুল হকের ‘আমার পরিচয়’ ও নির্মলেন্দু গুণের ‘স্বাধীনতা শব্দটি কিভাবে আমাদের হলো’।

এছাড়া বই পাঠে থাকবে বঙ্গবন্ধুর লেখা অসমাপ্ত আত্মজীবনী ও কারাগারের রোজনামচা।

শিক্ষার্থীদের প্রতিযোগিতার দিন সকাল ৯ টায় স্কুল প্রাঙ্গনে এসে রেজিস্ট্রেশন করে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে হবে।

সেই সাথে বিদ্যানন্দিনীর বিশেষ সংখ্যা ‘বিশ্ববন্ধু’র মোড়ক উন্মোচন করবেন প্রধান অতিথি।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল