• শুক্রবার ০৩ মে ২০২৪ ||

  • বৈশাখ ২০ ১৪৩১

  • || ২৩ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল
সর্বশেষ:
উপজেলা নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে কাজ করার নির্দেশ থাইল্যান্ডের সঙ্গে অংশীদারত্ব নতুন যুগে: প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচনের প্রস্তুতি-প্রচারণা দেখতে আ`লীগকে বিজেপি’র আমন্ত্রণ ডলারের দাম বৃদ্ধির পরও হজ প্যাকেজের খরচ কমানো হয়েছে : ধর্মমন্ত্রী এবারও হজযাত্রীদের ইমিগ্রেশন ঢাকায় হবে: সৌদি রাষ্ট্রদূত দ্বাদশ সংসদের দ্বিতীয় অধিবেশন বসছে আজ এপ্রিলে রেমিট্যান্স এলো ১৯০ কোটি ৮০ লাখ ডলার প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনের সময় পেছাল খেটে খাওয়া মানুষের ভাগ্য পরিবর্তন করাই আওয়ামী লীগের লক্ষ্য যুক্তরাষ্ট্রে মানবাধিকার লঙ্ঘন নিয়ে প্রশ্ন তুললেন প্রধানমন্ত্রী

ধনবাড়ীতে আইটি ফার্মের উদ্বোধন করলেন কৃষিমন্ত্রী

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ২৫ জানুয়ারি ২০২০  

টাঙ্গাইলের ধনবাড়ী পৌরসভার মামারবাড়ী শপিং কমপ্লেক্সে ‘এমটেক সলিউশন’ নামে আইটি ফার্মের উদ্বোধন করা হয়েছে। শনিবার (২৫ জানুয়ারি) সকালে কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক প্রধান অতিথি হিসেবে ওই আইটি ফার্মের উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে এমটেক সলিউশন আইটি ফার্মের পরিচালক সফটওয়ার ইঞ্জিনিয়ার কামরুল হাসান মিঠু, ধনবাড়ী বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি শফিকুল ইসলাম হাই, পৌর মানবাধিকার কমিশনের সভাপতি রাজীব ভদ্র অপু, আওয়ামী যুবলীগ নেতা আনোয়ার হোসেন মিন্টু প্রমুখ উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত উন্নত সমৃদ্ধ ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষে দেশের আইটি সেক্টরকে সমৃদ্ধ করতে হবে। এ লক্ষেই দেশের সর্বত্র আইটি সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে তোলা হচ্ছে। এসব প্রতিষ্ঠান থেকে শিক্ষিত যুব সমাজ আইটি বিষয়ে প্রশিক্ষিত হচ্ছে। ফলে দেশ উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে।

উল্লেখ্য, উদ্বোধনকৃত এমটেক সলিউশন আইটি ফার্ম থেকে স্থানীয় শিক্ষিত যুব সমাজ বিনামূল্যে প্রশিক্ষণ গ্রহণ করে আইটি বিষয়ে দক্ষ হওয়ার সুযোগ পাবে।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল