• মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৭ ১৪৩১

  • || ২০ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

“ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকায় দ্রুত কৃষি পুনর্বাসন করা হবে”

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ১০ নভেম্বর ২০১৯  

বাংলাদেশ সরকারের কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক বলেছেন, ঘূর্ণিঝড় বুলবুলে ক্ষতিগ্রস্ত এলাকায় দ্রুত কৃষি পুনর্বাসন করা হবে। আশঙ্কাজনক এলাকাগুলোতে কৃষির ক্ষয়ক্ষতি হলে তা দ্রুত নিরূপণ করার নির্দেশ দেয়া হয়েছে।

 

গতকাল শনিবার বিকেলে টাঙ্গাইলের মধুপুরে ‘ময়মনসিংহ নৃতাত্ত্বিক জনউৎসব’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

 

কৃষিমন্ত্রী বলেন, দেশে বোরো ও আমন ধান উদ্বৃত্ত উৎপাদন হয়েছে। এ কারণে ধানের দাম কমেছে। এবার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের কাছ থেকে ছয় লাখ টন ধান সরাসরি কেনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

 

এ সময় উপস্থিত ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কেএম খালিদ বাবু, প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক সমন্বয়ক আবুল কালাম আজাদ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর ডা. কামরুল হাসান খান, নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব আবদুস সামাদ, টাঙ্গাইলের ডিসি শহিদুল ইসলাম, মধুপুরের মেয়র মাসুদ পারভেজ প্রমুখ।

 

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল