• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৫ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

আজকের টাঙ্গাইল

বরখাস্ত হলেন ঘুষসহ গ্রেপ্তার হওয়া রাজস্ব কর্মকর্তা

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ২৪ অক্টোবর ২০১৯  

ঘুষসহ হাতে-নাতে গ্রেপ্তারকৃত টাঙ্গাইল কাস্টমস এক্সাইজ ভ্যাট ও কমিশনারেটের সহকারী রাজস্ব কর্মকর্তা মোঃ আব্দুল্লাহ আল মারুফ ফেরদৌসকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

কাস্টমস ও ভ্যাট, ঢাকা পশ্চিমের কমিশনার কর্তৃক ওই কর্মকর্তাকে বুধবার বরখাস্তের আদেশ দেন। জাতীয় রাজস্ব বোর্ডের সাথে পরামর্শ করে এ আদেশ জারি করা হয়েছে বলে প্রতিষ্ঠানের একটি সূত্র নিশ্চিত করেছে।

সাময়িক বরখাস্তকালীন সময়ে তিনি বিধি অনুযায়ী বেতন-ভাতাদি পাবেন। একইসাথে উত্থাপিত অভিযোগের বিষয়ে ফৌজদারি ব্যবস্থার পাশাপাশি আইন অনুসারে বিভাগীয় পদক্ষেপ নেয়া হবে।

২২ অক্টোবর ১৫ হাজার টাকা ঘুষ গ্রহণকালে তাকে হাতে-নাতে গ্রেপ্তার কর দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সংস্থাটির উপসহকারী পরিচালক রাজু মো. সারওয়ার হোসেন বাদী হয়ে এ বিষয়ে মামলাটি দায়ের করেন।

দুদক সূত্র জানায়, প্রকৃত ভ্যাটের চেয়ে কম ভ্যাট আদায় ও ১৩ ডিজিটের নতুন ভ্যাট রেজিস্ট্রেশন করে দেওয়ার জন্য জনৈক ব্যবসায়ীর নিকট থেকে অবৈধভাবে ১৫ হাজার টাকা নগদ ঘুষ গ্রহণকালে তার নিজ দপ্তরে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল