• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৫ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

আজকের টাঙ্গাইল

ঘূর্ণিঝড় রেমাল নিয়ে সর্বশেষ যা জানা গেল

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ১৯ মে ২০২৪  

চলতি মাসের শেষের দিকে পশ্চিমবঙ্গের উপকূলে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় রেমাল। এমনই একটি খবর প্রকাশ করেছিল ভারতের গণমাধ্যম। তবে সেটি লঘুচাপ হলে তা নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে রূপ নেবে কি না তা এখনই নিশ্চিতভাবে বলা সম্ভব নয়। সোমবার সারাদেশে বৃষ্টি হয়ে কিছুদিনের জন্য তাপপ্রবাহ পুরোপুরি বিদায় নিতে পারে। ২২ বা ২৩ মে বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এদিকে সারাদেশে বৃষ্টি বাড়ায় অঞ্চলভেদে এক থেকে ৯ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা কমেছে। এ কারণে চার অঞ্চলে দেওয়া তাপপ্রবাহের সতর্কবার্তা প্রত্যাহার করেছে আবহাওয়া অধিদফতর। আজ রোববারও দেশে বৃষ্টিপাতের এলাকা ও পরিমাণ কিছুটা বাড়তে পারে। এতে দিন ও রাতের তাপমাত্রা কমবে। আর পরদিন সোমবার সারা দেশেই বৃষ্টির আভাস রয়েছে। এর মাধ্যমে তাপপ্রবাহ বিদায় নিতে পারে। এদিকে আবহাওয়া অফিস জানায়, শুক্রবার গোপালগঞ্জ, রাজশাহী, নোয়াখালী, কক্সবাজার, বাগেরহাট, যশোর, সাতক্ষীরা, পটুয়াখালী ও ভোলা জেলার ওপর দিয়ে মৃদু (৩৬ থেকে ৩৭.৯ ডিগ্রি) তাপপ্রবাহ বয়ে গেছে। এ ছাড়া শনিবার সন্ধ্যা ৬টার পূর্ববর্তী ১৪ জেলায় বৃষ্টি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। সর্বোচ্চ ১০১ মিলিমিটার বৃষ্টি হয়েছে সিলেটে। মৌলভীবাজারে, শ্রীমঙ্গলে ৪১ মিলিমিটার, ফেনীতে ২১ মিলিমিটার, ময়মনসিংহে ১৪ মিলিমিটার এবং চাঁদপুর ও চট্টগ্রামের সন্দ্বীপে ১২ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল