• শুক্রবার ০৩ মে ২০২৪ ||

  • বৈশাখ ২০ ১৪৩১

  • || ২৩ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল
সর্বশেষ:
উপজেলা নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে কাজ করার নির্দেশ থাইল্যান্ডের সঙ্গে অংশীদারত্ব নতুন যুগে: প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচনের প্রস্তুতি-প্রচারণা দেখতে আ`লীগকে বিজেপি’র আমন্ত্রণ ডলারের দাম বৃদ্ধির পরও হজ প্যাকেজের খরচ কমানো হয়েছে : ধর্মমন্ত্রী এবারও হজযাত্রীদের ইমিগ্রেশন ঢাকায় হবে: সৌদি রাষ্ট্রদূত দ্বাদশ সংসদের দ্বিতীয় অধিবেশন বসছে আজ এপ্রিলে রেমিট্যান্স এলো ১৯০ কোটি ৮০ লাখ ডলার প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনের সময় পেছাল খেটে খাওয়া মানুষের ভাগ্য পরিবর্তন করাই আওয়ামী লীগের লক্ষ্য যুক্তরাষ্ট্রে মানবাধিকার লঙ্ঘন নিয়ে প্রশ্ন তুললেন প্রধানমন্ত্রী

পিরোজপুরে মোবাইল কোর্টের ৭ লাখ টাকা সরকারী কোষাগারে জমা

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ২৪ এপ্রিল ২০২৪  

জেলায় গতমাসে ৭৭টি মোবাইল কোর্ট পরিচালনা করে ৬ লাখ ৩৬ হাজার টাকা অর্থ দন্ড প্রদান করা হয়। আদায়কৃত এ টাকা সরকারি কোষাগারে জমা করা হয়। এ সময় ১৬৩টি মামলায় ১৬৬ জনকে অর্থদন্ড ও কারাদন্ড প্রদান করা হয়। কারাদন্ডের আদেশ প্রাপ্ত ১২ জনের মধ্যে ১১ জনই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এর বিভিন্ন ধারায় অপরাধ সংঘটিত করেছে। কারাদন্ড এবং অর্থদন্ডে দন্ডিতদের মধ্যে সড়ক পরিবহন আইন এর বিভিন্ন ধারা, মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ধুমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ আইন। ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন অত্যাবশকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন মেডিকেল প্রাকটিস্ এবং বেসরকারি ক্লিনিক ও ল্যাবরেটরি নিয়ন্ত্রণ অধ্যাদেশ, ওজন পরিমাপ ও মানদন্ড আইন, বাল্য বিয়ে নিরোধ আইন। বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন এবং কৃষি বিপণন আইন অনুযায়ী পরিচালিত হয়। এছাড়া মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন এর আওতায় পরিচালিত ৯টি মোবাইল কোর্টে কারেন্ট জাল, সিডি জাল, চরঘেরা জাল, বাধা জাল পুড়িয়ে ভষ্মীভূত করা হয়। এসব জালের বাজার মূল্য প্রায় ৩ লাখ টাকা। জেলা ম্যাজিষ্ট্রেট এর নির্দেশে নির্বাহী ম্যাজিষ্ট্রেটগণ এসব মোবাইল কোর্ট পরিচালনা করেন। ভান্ডারিয়া এবং পিরোজপুর সদরে এসময় সর্বোচ্চ ৭৮টি মোবাইল কোর্ট পরিচালিত হয়। পিরোজপুর জেলা ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ জাহেদুর রহমান বলেন জেলার শান্তিপ্রিয় মানুষ যারা আইনের প্রতি শ্রদ্ধাশীল তাদের সুষ্ঠু ও সুন্দর পরিবেশে বসবাসের সহায়তার লক্ষ্যে আইন অমান্যকারীদের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালিত হচ্ছে এবং কোন অপরাধীকেই ছাড় দেয়া হবে না।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল