• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৫ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

আজকের টাঙ্গাইল

জাহাজ শুভেচ্ছা সফর ভারত-বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রতীক

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ১৯ জানুয়ারি ২০২৩  

বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা বলেছেন, ভারতীয় কোস্ট গার্ডের দুটি জাহাজের শুভেচ্ছা সফর ভারত-বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের দৃশ্যমান প্রতীক।

মঙ্গলবার (১৭ জানুয়ারি) রাতে চট্টগ্রাম বন্দরের পতেঙ্গা কনটেইনার টার্মিনালে সফররত ভারতীয় কোস্ট গার্ড জাহাজ আইসিজিএস শৌর্য এবং আইসিজিএস রাজবীরের সৌজন্যে আয়োজিত নৈশভোজে তিনি একথা বলেন।

হাই কমিশনার প্রণয় ভার্মা এবং মিসেস মানু ভার্মা এই নৈশভোজের আয়োজন করেছিলেন।

কোস্টগার্ড সদস্য ও চট্টগ্রামের বিশিষ্ট ব্যক্তিবর্গ সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন।

হাইকমিশনার ভার্মা চট্টগ্রামে সফররত জাহাজগুলোকে স্বাগত জানিয়ে তিনি, ভারত-বাংলাদেশ প্রতিরক্ষা সহযোগিতার ক্রমবর্ধমান গতির প্রতিফলন হিসেবে ভারত থেকে ঘন ঘন জাহাজ পরিদর্শনকে তুলে ধরেন।

এছাড়া তিনি সমুদ্রের নিরাপত্তায় ভারতীয় ও বাংলাদেশি কোস্টগার্ডের ভূমিকার কথাও স্বীকার করেন।

প্রণয় ভার্মা আরো বলন, আইসিজিএস রাজবীর এবং আইসিজিএস শৌর্যের সফর আমাদের ভাগ করা সামুদ্রিক স্থানের শান্তি, স্থিতিশীলতা এবং সমৃদ্ধির প্রতি আমাদের অভিন্ন অঙ্গীকার প্রদর্শন করে।

এছাড়া এগুলো ভারত ও বাংলাদেশের মধ্যে গভীর মৈত্রী ও সহযোগিতার দৃশ্যমান বহিঃপ্রকাশ।

এর আগে ১৩ জানুয়ারি সাতদিনের শুভেচ্ছা সফরে চট্টগ্রাম বন্দরে আসে ভারতীয় কোস্ট গার্ডের দুটি জাহাজ৷ আইসিজিএস শৌর্য ও আইসিজিএস রাজবীর।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল