• শুক্রবার ১৭ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৩ ১৪৩১

  • || ০৮ জ্বিলকদ ১৪৪৫

আজকের টাঙ্গাইল

মানবাধিকারকে সম্মানের বিষয়ে র‌্যাবের অগ্রগতির প্রশংসায় ডোনাল্ড লু

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ১৬ জানুয়ারি ২০২৩  

দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু দায়িত্ব পালনের সময় ‘মানবাধিকারকে সম্মান করার’ ক্ষেত্রে র‌্যাবের ‘অভূতপূর্ব অগ্রগতির’ প্রশংসা করেছেন।
রোববার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ের সময় জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তা এ মন্তব্য করেন। অনুষ্ঠানে বক্তব্য দেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ও পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।

শ্রম অধিকার ইস্যু প্রসঙ্গে লু বলেন, এ বিষয়ে আমাদের খুব সৎ ও মুক্ত আলোচনা হয়েছে। এটি বাংলাদেশের জন্য ও বাণিজ্যিক সম্পর্কের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয়।

বাংলাদেশের জন্য জিএসপি (জেনারালাইজড সিস্টেম অব প্রেফারেন্স) সুবিধা বিষয়ে মার্কিন কর্মকর্তা বলেন, তারা এ বিষয়ে কংগ্রেসের অনুমোদনের জন্য অপেক্ষা করছেন।

লু আরো বলেন, আমরা বাংলাদেশ সরকারের সঙ্গে খুব ঘনিষ্ঠভাবে কাজ করছি। কংগ্রেস অনুমোদন দিলে জিএসপি সুবিধা পাওয়া দেশগুলোর তালিকায় বাংলাদেশ প্রথম দেশ হবে।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল