• রোববার ০৫ মে ২০২৪ ||

  • বৈশাখ ২২ ১৪৩১

  • || ২৫ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

সম্ভাবনার বাংলাদেশ তৈরিতে প্রধানমন্ত্রী যুগ যুগ বেঁচে থাকবেন

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ২৫ জুন ২০২২  

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, শুধু পদ্মাসেতু নয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে সম্ভাবনার বাংলাদেশ তৈরি করে দিয়েছেন, আমাদের দেখিয়ে দিয়ে গেছেন, এর জন্য তিনি যুগ যুগ বেঁচে থাকবেন।
শনিবার মাওয়া প্রান্তে সুধী সমাবেশস্থলে আসার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
 
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আজ সারাদেশের মানুষ বিশ্বাস করে শেখ হাসিনা যতদিন থাকবেন, ততদিন বাংলাদেশ এগিয়ে যাবে। কাজেই নির্বাচনের প্রশ্নে সবাই উদগ্রীব হয়ে বসে আছেন আবারও প্রধানমন্ত্রীকে জয়যুক্ত করার জন্য।

এদিকে স্বপ্নের পদ্মাসেতুর উদ্বোধন উপলক্ষে আয়োজিত সুধী সমাবেশে অংশ নেন দেশি-বিদেশি কয়েক হাজার আমন্ত্রিত অতিথি।

শনিবার সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে জমকালো আয়োজনে মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তে শুরু হয় বহুল প্রতীক্ষিত পদ্মাসেতুর উদ্বোধনী অনুষ্ঠান। পরে ফলক উন্মোচনের মধ্যে দিয়ে পদ্মাসেতু উদ্বোধন করেন তিনি। 

প্রসঙ্গত, পদ্মা বহুমুখী সেতু নির্মাণে ব্যয় হয়েছে ৩০ হাজার ১৯৩ কোটি টাকা। এ সেতুর দৈর্ঘ্য ৬ দশমিক ১৫ কিলোমিটার। গুরুত্বপূর্ণ এ সেতু রাজধানী ঢাকাসহ দেশের অন্যান্য বড় শহরের সঙ্গে দক্ষিণ ও পশ্চিমাঞ্চলের ২১ জেলার সড়ক এবং রেল যোগাযোগ স্থাপন করবে। 

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল