• মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৭ ১৪৩১

  • || ২০ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

বিশেষ নিরাপত্তা বাহিনী পেলো ১৮০০ সিসির মোটর সাইকেল

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ২০ ফেব্রুয়ারি ২০২০  

বাংলাদেশের বিশেষ নিরাপত্তা বাহিনীর (এসএসএফ) কাছে দুটি ‘জিএল১৮০০’ মডেলের ১৮শত সিসির মোটরসাইকেল হস্তান্তর করেছে বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড। 

 

সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেডের পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা হিমিহিকো কাতসুকি এসএসএফের মহাপরিচালক মেজর জেনারেল মো. মজিবুর রহমানের কাছে ১ হাজার ৮০০ সিসির ওই মোটরসাইকেল দুটির চাবি হস্তান্তর করেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত ছিলেন।

 

শিগগিরই এই ব্রান্ডের আরও ছয়টি মোটরসাইকেল এসএসএফের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম।

 

অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস, শিল্প সচিব আবদুল হালিম এবং বাংলাদেশে নিযুক্ত জাপানী রাষ্ট্রদূত নাওকি ইতো।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল