• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৫ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

আজকের টাঙ্গাইল

ভালো আচরণের মাধ্যমে মানুষের মন জয় করতে বললেন ওবায়দুল কাদের

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ২৭ অক্টোবর ২০১৯  

বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে শুদ্ধি অভিযান শুরু করেছেন তা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘উন্নয়নের পাশাপাশি ভালো আচরণের মাধ্যমে মানুষের মন জয় করতে হবে।’

 

শনিবার ফেনী জেলা আওয়ামী লীগের সম্মেলনে তিনি এসব কথা বলেন। দলীয় নেতা কর্মীদের হুঁশিয়ারি দিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘কোন অপরাধী পার পাবে না।’ সবাইকে যার যার দায়িত্ব সম্পর্কে সচেতন থাকারও তাগিদ দেন তিনি।

 

ফেনী পাইলট হাইস্কুল মাঠে পদ্মা সেতুর আদলে তৈরী মঞ্চে ফেনী জেলা আওয়ামী লীগের ত্রি-বাষিক সম্মেলনে বক্তব্য দেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘ক্ষমতা চিরস্থায়ী নয়। উন্নয়নের পাশাপাশি ভালো আচরণের মাধ্যমে মানুষের মন জয় করতে হবে।’ দুর্নীতি বা অপকর্ম করে কেউ ছাড় পাবে না বলেও বার বার নেতা কর্মীদের স্মরণ করিয়ে দেন তিনি।

 

ওবায়দুল কাদের বলেন, ‘নিজের ঘরে নিজের নেতা কর্মীরা যারা অপকর্ম করে, পার্টির নামে দুর্নীতি করে, সন্ত্রাস করে তাদের বিরুদ্ধে শেখ হাসিনার অবস্থান কত কঠোর সেটা তিনি এর মধ্যে প্রমাণ করেছেন।’

 

কাদের বলেন, ‘দুর্নীতিবাজরা সাবধান, টেন্ডারবাজরা সাবধান, চাঁদাবাজরা সাবধান, মাদক ব্যবসায়ীরা সাবধান, সন্ত্রাসীরা সাবধান। শেখ হাসিনার অ্যাকশন শুরু হয়ে গেছে।’

 

মন্ত্রী বলেন, ‘বেগম জিয়া দীর্ঘদিন ক্ষমতায় ছিলেন। ফেনী নয় দেশের কোথাও দৃশ্যমান কোন উন্নয়ন করেনি। তাঁর আমলে তাঁর দলের দুর্নীতিবাজ, টেন্ডারবাজ, মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি। শেখ হাসিনা নিজের ঘর থেকে দুর্নীতিবাজদের বিরুদ্ধে শুদ্ধি অভিযান শুরু করেছেন।শুধু নিজের দল নয়, অন্যদলসহ যারা দুর্নীতির সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে  অ্যাকশন শুরু করেছেন।’

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল