• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৫ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

আজকের টাঙ্গাইল

সবাইকে আইন মানতে হবে: আইসিটি প্রতিমন্ত্রী পলক

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ২৪ অক্টোবর ২০১৯  

বছরব্যাপী সচেতনতামূলক কার্যক্রমের প্রয়োজন মন্তব্য করে বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, সড়ক নিরাপদ করে তুলতে এক দিন বা দুই দিন নয় আমাদের বছরের প্রতিটি দিনই কাজ করা উচিৎ। সড়ক নিরাপদ রাখতে মানুষকে আইন মানতে হবে এবং আইনের প্রয়োগ নিশ্চিত করতে হবে।

 

মঙ্গলবার (২২ অক্টোবর) রাজধানীর একটি হোটেলে নিরাপদ সড়ক দিবস উপলক্ষে ‘পাঠাও’ এবং একসেস টু ইনফরমেশন (এটুআই)-এর যৌথভাবে আয়োজিত ‘সেফটি ফাস্ট’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

রোড ডিজাইনের ক্ষেত্রেও আমাদের বিশেষ নজর দিতে হবে মন্তব্য করে পলক বলেন, আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। আর তাই আজকে থেকে, এখন থেকে আমরা চেষ্টা করব ভবিষ্যৎ প্রজন্মকে সচেতন নাগরিক হিসেবে গড়ে তুলতে। যাতে করে তারা যেন মানুষের প্রতি, দেশের প্রতি যত্নশীল হয়।

 

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে সাড়ে ৪ কোটি ছেলে-মেয়ে পড়াশুনা করছে উল্লেখ করে তিনি বলেন, আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তরুণ প্রজন্মের সুন্দর ভবিষ্যতের জন্য নিজের বর্তমানকে উৎসর্গ করেছেন।

 

এসময় সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজা বলেন, সড়কে শৃঙ্খলা আনতে আমাদের সবাইকে একযোগে কাজ করতে হবে। একজন রাইডারের যেমন দায়িত্ব ঠিকভাবে ড্রাইভ করা, ঠিক একইভাবে যাত্রীদেরও সাবধানতা অবলম্বন করতে হবে। ‘পাঠাও’ সব সময় তরুণদের অগ্রাধিকার দেয়। তাই আমাদের তরুণ সমাজের উচিত নিজেদের দায়িত্ব সুষ্ঠুভাবে পালন করা। গতি নিয়ন্ত্রণে রেখে ও ট্রাফিক আইন মেনে আমাদেরকে সড়কে গাড়ি বা মোটরসাইকেল চালাতে হবে।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল