• বৃহস্পতিবার ০২ মে ২০২৪ ||

  • বৈশাখ ১৯ ১৪৩১

  • || ২২ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

প্রধানমন্ত্রীকে বই উৎসর্গ করলেন চাবিপ্রবি উপাচার্য

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ১২ ফেব্রুয়ারি ২০২৩  

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিজের লেখা তৃতীয় বই ‘সাফল্যের স্বপ্নতরী’ উৎসর্গ করেছেন চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নাছিম আখতার। বইটিতে দেশের স্বনামধন্য সব পত্রিকায় উপাচার্যের ৭২টি কলাম সংকলন করা হয়েছে।

শনিবার বাংলা একাডেমির কবি শামসুর রহমান সেমিনার হলে দুপুর ৩টার দিকে বইটির মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়।


লেখক ও উপাচার্য ড. নাছিম আখতার বলেন, ‘নীতিনির্ধারকরা এই বই যদি সত্যিকার অর্থে পড়েন ও প্রয়োগ করেন তবে আমরা একটি সমৃদ্ধ জাতিতে পরিণত হব। নব প্রজন্ম কিভাবে নিজেকে উদ্বুদ্ধ করবে, কিভাবে দেশকে ভালোবাসতে হবে, হতাশা থেকে মুক্তি পাবে এসব বিষয় নিয়ে বইটি লিখেছি।’

তিনি আরো বলেন, ‘দেশের উন্নয়ন ও পরিকল্পনা সম্পর্কেও বইয়ে ধারণা রয়েছে। এই বই পড়ে যদি জাতি তৈরি করতে যাই, নিঃসন্দেহে আমরা উন্নত জাতিতে পরিণত হব। প্রধানমন্ত্রীর হাত ধরে দেশ যেভাবে এগিয়ে যাচ্ছে, এই দেশ আরো দুর্বার গতিতে এগিয়ে যাবে। যদি আমাদের মেধা ও জ্ঞানকে এভাবে কাজে লাগাই।’

অনুষ্ঠানে প্রদান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. হাবিবুর রহমান, বিশেষ অতিথি ব্রিগেডিয়ার জেনারেল এস এম সামসুল সালেকিন এবং বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক আ ব ম ফারুক।

অনিন্দ্য প্রকাশনী থেকে প্রকাশিত বইটি এবারের বইমেলার ১০ নম্বর প্যাভিলিয়নে পাওয়া যাবে।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল