• শুক্রবার ১৭ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৩ ১৪৩১

  • || ০৮ জ্বিলকদ ১৪৪৫

আজকের টাঙ্গাইল

ওয়াগনার প্রধান প্রিগোজিন নিহত

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ২৪ আগস্ট ২০২৩  

রাশিয়ার ভাড়াটে যোদ্ধা বাহিনী ওয়াগনার প্রধান ইয়েভজেনি প্রিগোজিন উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে মারা গেছেন।
রাশিয়ার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এ তথ্যটি নিশ্চিত করেছে। খবর বিবিসির।

টেলিগ্রাম বার্তায় রাশিয়ার জরুরি পরিস্থিতি মন্ত্রণালয় জানিয়েছে, মস্কো থেকে সেন্ট পিটার্সবার্গগামী একটি বেসরকারী এমব্রেয়ার লিগ্যাসি বিমান টারভার অঞ্চলের কুজেনকিনো গ্রামের কাছে বিধ্বস্ত হয়। উড়োজাহাজটিতে ৩ জন ক্রু সদস্যসহ ১০জন যাত্রী ছিলেন।

মন্ত্রণালয়টির কর্মকর্তারা জানিয়েছেন, উড়োজাহাজ দুর্ঘটনায় নিহত আরোহীদের একজনের নাম প্রিগোজিন। তবে ওই দুর্ঘটনা নিয়ে আর কোনো তথ্য জানাননি তারা।

এর আগে ওয়াগনারের টেলিগ্রাম চ্যানেল গ্রে জোন জানায়, ‘বিধ্বস্ত হওয়া উড়োজাহাজে মস্কোর উত্তরে টাভার অঞ্চলে গুলি করা হয়েছিল।’

তাস নিউজ এজেন্সি জানিয়েছে, বিধ্বস্ত হওয়া বিমানটি মাটিতে পড়ে যাওয়ার পরপরই আগুন ধরে যায়। এরই মধ্যে সেখানে চারটি মৃতদেহ পাওয়া গেছে।

তারা জানিয়েছে, বিমানটি বিধ্বস্ত হওয়ার আগ মুহূর্তে অন্তত আধঘন্টা উড়েছিল।

প্রসঙ্গত, গত জুনে রুশ সামরিক কর্তৃপক্ষের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করার পর থেকেই আত্মগোপনে ছিলেন ইয়েভজেনি প্রিগোজিন। সেই বিদ্রোহের পর সোমবার প্রথমবারের মতো প্রকাশ্যে এসেছিলেন তিনি। সেসময় প্রিগোজিন দাবি করেন, তিনি আফ্রিকা আছেন।
 

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল