• শুক্রবার ১৭ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৩ ১৪৩১

  • || ০৮ জ্বিলকদ ১৪৪৫

আজকের টাঙ্গাইল

উত্তর কোরিয়াকে ঠেকাতে প্রতিরক্ষা খাতে বরাদ্দ বাড়াল জাপান

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ২৯ জুলাই ২০২৩  

অতীতে কখনও এত ভয়ংকর হয়ে ওঠেনি উত্তর কোরিয়া। প্রতিবেশী দেশের মিসাইল পরীক্ষার ভয়াবহতা দেখে এমন মন্তব্য করেছে জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয়। সেই সঙ্গে দেশের নিরাপত্তার খাতে খরচের পরিমাণও বাড়িয়েছে জাপানের প্রশাসন। কারণ হিসাবে জানানো হয়েছে, উত্তর কোরিয়ার কাছে যা ব্যালিস্টিক মিসাইল রয়েছে তা ব্যবহার করে জাপানের উপর বড়সড় আঘাত হানতে পারে কিম জং উনের দেশ।

গত কয়েকদিনে একাধিকবার ব্যালিস্টিক মিসাইল ছুঁড়েছে উত্তর কোরিয়া। তার অধিকাংশই জাপান সাগর লক্ষ্য করেই উৎক্ষেপণ করা হয়েছে। পরিসংখ্যান বলছে, চলতি বছরেই কমপক্ষে ১২টি মিসাইল ছুঁড়েছে কিমের দেশ। আগামী দিনে ক্ষেপণাস্ত্রের সফল উৎক্ষেপণ পরীক্ষা করতে মিসাইল ছোঁড়ার পরিমাণ আরও বাড়াতে পারে উত্তর কোরিয়া, সেরকমই অনুমান বিশেষজ্ঞদের।

প্রতিবছরের মতো ২৮ জুলাই বার্ষিক হোয়াইট পেপার প্রকাশ করে জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয়। সেখানেই বলা হয়, ক্রমেই ভয়ংকর হয়ে উঠছে প্রতিবেশী দেশ উত্তর কোরিয়া। এর আগে কোনওদিন জাপানের জন্য এত বেশি বিপজ্জনক হয়নি কিমের দেশ। উত্তর কোরিয়ার এমন আগ্রাসী আচরণের প্রভাব পড়ছে গোটা বিশ্বে। নতুনভাবে সংকট তৈরি হচ্ছে আন্তর্জাতিক ক্ষেত্রে।

সমস্ত বিষয় মাথায় রেখেই দেশের অভ্যন্তরীণ নিরাপত্তার খাতে একধাপে অনেকখানি বরাদ্দ বাড়িয়েছে জাপান। কারণ উত্তর কোরিয়ার কাছে যা অস্ত্র ভাণ্ডার মজুত রয়েছে তা ব্যবহার করে যেকোনও সময়ে জাপানের উপর আক্রমণ হতে পারে। তাই চীনের আগ্রাসী মেজাজের পাশাপাশি উত্তর কোরিয়ার থেকেও সতর্ক হতে চাইছে জাপান। প্রতিরক্ষা খাতে বরাদ্দ বৃদ্ধিতে সবুজ সংকেতও দিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা। প্রসঙ্গত, ২৪ জুলাই সাম্প্রতিক মিসাইলটি উৎক্ষেপণ করেছে উত্তর কোরিয়া।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল