• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৫ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

আজকের টাঙ্গাইল

প্রেমিকাকে বিয়ের প্রস্তাব দিতে হাঁটলেন ১১০০ কিলোমিটার!

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ১২ ফেব্রুয়ারি ২০২৩  

ভ্যালেন্টাইন’স ডে-তে প্রেমিকাকে বিয়ের প্রস্তাব দিতে ১ হাজার ১০০ কিলোমিটার পথ হেঁটেছেন থাইল্যান্ডের এক ব্যক্তি। তার ব্যতিক্রমী এ কাজে বেশ আলোচনায় এসেছেন তিনি।
এক প্রতিবেদনে সংবাদমাধ্যম দ্য স্ট্রেইটস টাইমস জানায়, গত ১৪ জানুয়ারি সুথেপ মাইউ প্রমজিত নামের ৫৬ বছর বয়সী ওই ব্যক্তি থাইল্যান্ডের মধ্যাঞ্চলের নাখোন নাইওক শহরে নিজ বাড়ি থেকে যাত্রা শুরু করেন। পায়ে হেঁটে তার গন্তব্য এক হাজার ২০০ কিলোমিটার দূরের সাতুন প্রদেশে তার প্রেমিকার বাড়ি।

কোনো বিরতি ছাড়া গাড়ি চালিয়ে এই দূরত্ব অতিক্রম করতে প্রায় ১৬ ঘণ্টা সময় লাগবে। অন্যদিকে বিরতিহীনভাবে হাঁটলে কমপক্ষে ২০০ ঘণ্টা সময় লাগবে এই দূরত্ব অতিক্রম করতে। সুথেপ মাইউ প্রমজিত শনিবার পর্যন্ত এক হাজার ১০০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে তার বন্ধু নিভাত থংউইথির (৫০) সঙ্গে ট্রাং-এ পৌঁছান। নিভাত স্কুটারে করে সুথেপকে সঙ্গ দিয়েছেন।

সুথেপ আশা করছেন, মঙ্গলবারের মধ্যে সাতুনের থুং ওয়া জেলায় তার প্রেমিকা থানাপা খিয়াও-অনের বাড়িতে পৌঁছাতে সক্ষম হবেন। পাঁচ বছর আগে টিকটকে এই দম্পতির পরিচয় হয়। দু’জনেরই বয়স ৫৬ বছর। বিয়ে হয়ে গেলে স্ত্রীকে নিয়ে তিনি থাইল্যান্ড ঘুরে বেড়াবেন বলে জানিয়েছেন সুথেপ।

সুথেপ আরো জানান, যাত্রা শুরুর পর থেকে তার ১৭ কেজিরও বেশি ওজন কমেছে। যদিও তার ওজন এখন মাত্র ৪০ কেজি, তবুও তিনি খুশি। কারণ তার মতে, তার এই পায়ে হাঁটা প্রমাণ করে যে তিনি তার প্রেমিকাকে কতটা ভালোবাসেন।

সুথেপ বলেছেন, ‘আমি চাই, যারা তাদের পরিবার এবং প্রিয়জনদের সঙ্গে দুর্ব্যবহার করেন, সেই সঙ্গে যারা তাদের স্ত্রীর প্রতি অবিশ্বস্ত, আমার এই যাত্রা তাদের নজর কারুক।’

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল