• মঙ্গলবার ২১ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৭ ১৪৩১

  • || ১২ জ্বিলকদ ১৪৪৫

আজকের টাঙ্গাইল

জাপানে নতুন বাড়িতে সৌর প্যানেল বাধ্যতামূলক যে কারণে

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ১৬ ডিসেম্বর ২০২২  

জাপানের রাজধানী টোকিওতে নতুন বাড়ি নির্মাণ করতে হলে তাতে সৌর প্যানেল রাখাকে বাধ্যতামূলক করেছে দেশটির সরকার। ২০২৫ সাল থেকে এই নিয়ম কার্যকর হবে। বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) এ সংক্রান্ত একটি আইন পাস করেছে জাপানের স্থানীয় পরিষদ। খবর রয়টার্সের।

টোকিওর গভর্নর ইউরিকো কোইকের বরাত দিয়ে খবরে বলা হয়েছে, কার্বন নিঃসরণ কমানোর লক্ষ্যে এই উদ্যোগ নিয়েছে জাপান সরকার। বর্তমানে দেশটির রাজধানীতে মাত্র ৪ শতাংশ বাড়িতে সৌর প্যানেল বসানোর জায়গা রয়েছে। নতুন আইনের ফলে নগরীর ২ হাজার বর্গমিটার পর্যন্ত নতুন বাড়িগুলোতে সৌর প্যানেলসহ নবায়নযোগ্য শক্তির উৎস রাখতে হবে নির্মাতাদের।


বিশ্বের পঞ্চম বৃহত্তম কার্বন নিঃসরণকারী দেশ জাপান ২০৫০ সালের মধ্যে কার্বন নিরপেক্ষতা অর্জনের প্রতিশ্রুতি প্রদান করেছে। এই উদ্যেগ বাস্তবায়িত হলে লক্ষ্য অর্জনে অনেকটাই এগিয়ে যাবে এশিয়ার দেশটি।

নতুন বাড়িতে সৌর প্যানেল বাধ্যতামূলক করার আইনের প্রসঙ্গে টোকিওর গভর্নর ইউরিকো কোইকে বলেন, প্রতিটি পরিবারের সঞ্চয় প্রচেষ্টা একটি বিশাল বিদ্যুৎ শক্তি তৈরি করতে পারে।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল