• রোববার ১২ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৮ ১৪৩১

  • || ০৩ জ্বিলকদ ১৪৪৫

আজকের টাঙ্গাইল

ইউক্রেন থেকে পোল্যান্ড পৌঁছেছেন ৬ শতাধিক বাংলাদেশি

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ৫ মার্চ ২০২২  

ইউক্রেন থেকে সীমান্ত পেরিয়ে পোল্যান্ড পৌঁছেছেন ৬ শতাধিক বাংলাদেশি। সেখানে আরো প্রায় ১০০ বাংলাদেশি এখনো আটকে থাকতে পারেন।
শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন সাংবাদিকদের এ কথা জানান।

তিনি আরো জানান, ইউক্রেনে যারা এখনো আছেন, তাদের বেশির ভাগেরই ফ্যামিলি সেখানে আছে। তারা হয়তো ইউক্রেন ছাড়বেন না।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ইউক্রেনে কিছু পকেট আছে, যেখানে বাংলাদেশিরা থাকতে পারেন। আমরা সেখানকার ভারতীয় দূতাবাসকে অনুরোধ জানিয়েছি, ভারতীয়দের উদ্ধারের সময় যদি বাংলাদেশি কেউ থাকে, তাকেও যেন সঙ্গে নেয়া হয়।

তিনি আরো বলেন, ইউক্রেন ও রাশিয়ার যুদ্ধের ফলে রূপপুর প্রকল্পে এখনই কোনো প্রভাব পড়বে না।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল