• শুক্রবার ০৩ মে ২০২৪ ||

  • বৈশাখ ২০ ১৪৩১

  • || ২৩ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল
সর্বশেষ:
উপজেলা নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে কাজ করার নির্দেশ থাইল্যান্ডের সঙ্গে অংশীদারত্ব নতুন যুগে: প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচনের প্রস্তুতি-প্রচারণা দেখতে আ`লীগকে বিজেপি’র আমন্ত্রণ ডলারের দাম বৃদ্ধির পরও হজ প্যাকেজের খরচ কমানো হয়েছে : ধর্মমন্ত্রী এবারও হজযাত্রীদের ইমিগ্রেশন ঢাকায় হবে: সৌদি রাষ্ট্রদূত দ্বাদশ সংসদের দ্বিতীয় অধিবেশন বসছে আজ এপ্রিলে রেমিট্যান্স এলো ১৯০ কোটি ৮০ লাখ ডলার প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনের সময় পেছাল খেটে খাওয়া মানুষের ভাগ্য পরিবর্তন করাই আওয়ামী লীগের লক্ষ্য যুক্তরাষ্ট্রে মানবাধিকার লঙ্ঘন নিয়ে প্রশ্ন তুললেন প্রধানমন্ত্রী

করোনা মোকাবেলায় প্রায় ৭৯ কোটি টাকা দিচ্ছে জাপান

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ১ জুলাই ২০২০  

বৈশ্বিক মহামারি নভেল করোনাভাইরাসে পুরো বিশ্ব বিপর্যস্ত। দেশেও এ ভাইরাসে মৃত্যুর মিছিল দীর্ঘ হচ্ছে। এমন সময়ে বাংলাদেশের অকৃত্রিম বন্ধু হিসেবে পরিচিত জাপান এক বিলিয়ন ইয়েন অনুদান দিচ্ছে। বাংলাদেশি টাকায় এর পরিমাণ প্রায় ৭৯ কোটি টাকা। অর্থ মন্ত্রণালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।

 

সূত্র মতে, মঙ্গলবার পর্যন্ত হিসাবে দেশে মোট ১ লাখ ৪৫ হাজার ৪৮৩ জনের করোনা শনাক্ত হয়েছে। আর মারা গেছে ১ হাজার ৮৪৭ জন। বৈশ্বিক এ মহামারি মোকাবেলায় জাপান সরকার এক বিলিয়ন জাপানি ইয়েন সহায়তা দিতে আগ্রহ প্রকাশ করেছে। এক বিলিয়ন জাপানি ইয়েন এক্সচেঞ্জ রেট অনুযায়ী বাংলাদেশি মুদ্রায় দাঁড়ায় ৭৮ কোটি ৯৩ লাখ টাকা। বর্তমানে এক জাপানি ইয়েন সমান দশমিক ৭৯ টাকা। এ অনুদান গ্রহণে বাংলাদেশ সরকারের নীতিগত সম্মতি এরই মধ্যে জাপান সরকারকে জানানো হয়েছে।

 

সম্প্রতি এ বিষয়ে খসড় এক্সচেঞ্জ অব নোটসের ওপর মতামত ও অনাপত্তি চেয়ে অর্থ সচিবের কাছে চিঠি দিয়েছে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ। চিঠিতে বলা হয়েছে, বর্তমান করোনাভাইরাসের প্রভাবে উদ্ভূত পরিস্থিতিতে জাপান সরকার বাংলাদেশ সরকারকে এক বিলিয়ন জাপানি ইয়েন সহায়তা প্রদানের আগ্রহ প্রকাশ করেছে। এ ব্যাপারে অনাপত্তি ও মতামত দিতে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ অর্থ বিভাগকে অনুরোধ করেছে।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল