• শুক্রবার ১৭ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৩ ১৪৩১

  • || ০৮ জ্বিলকদ ১৪৪৫

আজকের টাঙ্গাইল

করোনার পর নতুন মহামারির আশঙ্কা

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ১৯ জানুয়ারি ২০২৩  

বলা হয়ে থাকে, এক মহামারি শেষ না হতেই আরেক মহামারির আশঙ্কা থাকে। এভিয়ান ইনফ্লুয়েঞ্জা বা বার্ড ফ্লু থেকে যেকোনো সময় দেখা দিতে পারে নতুন মহামারি। 
সম্প্রতি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও বিশ্বখ্যাত ভ্যাকসিন গবেষক সারা গিলবার্ট এ আশঙ্কার কথা জানিয়েছেন। তিনি বাংলাদেশে বা এর বাইরে ভাইরাসের ঝুঁকিপূর্ণ সংক্রমণ সম্পর্কে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন। 

জানা গেছে, সারা গিলবার্ট অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার চ্যাডোক্স ওয়ান ভ্যাকসিনের যৌথ উদ্ভাবনী প্রচেষ্টায় সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। 

সম্প্রতি দেশের একটি গণমাধ্যমে অধ্যাপক সারা গিলবার্ট বলেন, প্রতি মুহুর্তেই সম্ভাব্য ইনফ্লুয়েঞ্জা অতিমারির ঝুঁকি থাকে। সবসময় দরকার ভাইরাসের বৈজ্ঞানিক নজরদারি। নানা প্রজাতির পাখির মধ্যে প্রচুর ইনফ্লুয়েঞ্জা ভাইরাস থাকে। কিছুদিন পরপর মানুষ বার্ডফ্লু সংক্রমিত হচ্ছে। তাই আমাদের সবসময় এভিয়ান ইনফ্লুয়েঞ্জা সম্পর্কে সচেতন থাকতে হবে। 

বাংলাদেশের টিকাদান প্রসঙ্গে ডেম গিলবার্ট বলেন, পরিমিত টিকাদান করোনার পরিস্থিতি বদলে দিয়েছে। বিশেষ করে বাংলাদেশ দারুণভাবে টিকাদানে সফল হয়েছে। প্রতি ডোজে টিকার কার্যকারিতা বৃদ্ধি পেয়েছে। এমনকি নতুন ভ্যারিয়েন্টেও মূল ভ্যাকসিন কার্যকর প্রমাণিত হয়েছে। সবার চতুর্থ ডোজ নেয়ার দরকার নেই। শুধু বয়স্করা নিলেই চলবে। 

সারা গিলবার্ট মূলত বাদুড়বাহিত প্রাণঘাতী নিপাহ ভাইরাসের প্রতিষেধক নিয়ে গবেষণা করছেন। প্রতি বছর কিছু প্রাণহানি ডেকে আনা নিপাহর ভ্যাকসিন ক্লিনিক্যাল ট্রায়ালের জন্য প্রস্তুত বলেও তিনি জানিয়েছেন।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল