• শুক্রবার ০৩ মে ২০২৪ ||

  • বৈশাখ ২০ ১৪৩১

  • || ২৩ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল
সর্বশেষ:
উপজেলা নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে কাজ করার নির্দেশ থাইল্যান্ডের সঙ্গে অংশীদারত্ব নতুন যুগে: প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচনের প্রস্তুতি-প্রচারণা দেখতে আ`লীগকে বিজেপি’র আমন্ত্রণ ডলারের দাম বৃদ্ধির পরও হজ প্যাকেজের খরচ কমানো হয়েছে : ধর্মমন্ত্রী এবারও হজযাত্রীদের ইমিগ্রেশন ঢাকায় হবে: সৌদি রাষ্ট্রদূত দ্বাদশ সংসদের দ্বিতীয় অধিবেশন বসছে আজ এপ্রিলে রেমিট্যান্স এলো ১৯০ কোটি ৮০ লাখ ডলার প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনের সময় পেছাল খেটে খাওয়া মানুষের ভাগ্য পরিবর্তন করাই আওয়ামী লীগের লক্ষ্য যুক্তরাষ্ট্রে মানবাধিকার লঙ্ঘন নিয়ে প্রশ্ন তুললেন প্রধানমন্ত্রী

টিকা উৎপাদনে বাংলাদেশের সক্ষমতার কথা জি-৭ কে জানালেন গুতেরেস

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ১৯ জুন ২০২১  

বিশ্বের শিল্পোন্নত সাত দেশের জোট জি-৭-কে বাংলাদেশের করোনা টিকা উৎপাদনের সক্ষমতার বিষয়ে জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস।

শুক্রবার (১৮ জুন) মন্ত্রণালয় থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।


বৃহস্পতিবার (১৭ জুন) পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেনের সঙ্গে নিউ ইয়র্কে এক বৈঠকে গুতেরেস জানান, সম্প্রতি অনুষ্ঠিত জি-৭-এর শীর্ষ সম্মেলনে তার (আব্দুল মোমেন) টিকা উদ্যোগের বিষয়ে অবহিত করতে গিয়ে টিকা উৎপাদনে বাংলাদেশের সক্ষমতার বিষয়টি বিশেষভাবে উল্লেখ করেছেন তিনি।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনার টিকাকে ‘জনগণের পণ্য’ হিসেবে ঘোষণা দেওয়ায় জাতিসংঘ  মহাসচিবকে ধন্যবাদ জানান পররাষ্ট্রমন্ত্রী। সব দেশ যেন টিকা পায় সে ব্যবস্থা করার জন্য মহাসচিবকে অনুরোধ করেন পররাষ্ট্রমন্ত্রী।

সংস্থার বিভিন্ন উদ্যোগে বাংলাদেশের দৃঢ় নেতৃত্বের প্রশংসা করে মহাসচিব বলেন, ‘বাংলাদেশের সঙ্গে জাতিসংঘের বিশেষ সম্পর্ক রয়েছে।’

বৈঠকে রাষ্ট্রদূত রাবাব ফাতিমা পররাষ্ট্রমন্ত্রীকে সহযোগিতা করেন।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল