• বৃহস্পতিবার ০৯ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৫ ১৪৩১

  • || ২৯ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

রামেবির এমবিবিএস ফাইনালে পাসের হার ৭১.৭০ শতাংশ

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ১১ জুলাই ২০২৩  

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত মেডিকেল কলেজে এমবিবিএস প্রথম ব্যাচ ২০১৭-১৮ সেশনের ফাইনাল প্রফেশনাল পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। প্রথম ব্যাচে পাশের হার ৭১.৭০ শতাংশ।
সোমবার বেলা ১০টায় রামেবির উপাচার্য অধ্যাপক ডা. এজেডএম মোস্তাক হোসেনের হাতে এ ফলাফল তুলে দেন পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ডা. মো. আনোয়ার হাবীব।

রামেবির প্রথম পেশাগত চূড়ান্ত পরীক্ষায় এক হাজার ৯২২ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এর মধ্যে পাস করেছেন এক হাজার ৩৭৮ জন।

রামেবির উপাচার্য অধ্যাপক ডা. এজেডএম মোস্তাক হোসেন বলেন, অল্প সময়ের মধ্যেই এই ফলাফল প্রদান করলো রামেবি। শিক্ষার্থীরা পড়াশোনা শেষ করে এখন কাজে ফিরতে পারবে। 

এ সময় এমবিবিএস ফাইনাল পরীক্ষায় এমবিবিএস পাশ করা নবীন ডাক্তারদের অভিনন্দন ও শুভেচ্ছা জানান রামেবির উপাচার্য।

ফলাফল প্রকোশের সময় উপস্থিত ছিলেন, রামেবির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. রুস্তম আলী আহমেদ, রেজিস্ট্রার অধ্যাপক ডা. মোহা. আনোয়ারুল কাদের, কলেজ পরিদর্শক অধ্যাপক ডা. মো. মোসাদ্দেক হোসেন, পরিচালক (অর্থ ও হিসাব) ডা. মো. জাকির হোসেন প্রমুখ।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল