• বুধবার ০৮ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৫ ১৪৩১

  • || ২৮ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

ডেঙ্গু রোধে শিক্ষাঙ্গনে মাউশির ৫ নির্দেশনা

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ৮ জুলাই ২০২৩  

দেশের একাধিক অঞ্চলে বেড়েই চেলেছে ডেঙ্গুর বিস্তার। এ অবস্থায় ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটি শেষে আগামী ৯ জুলাই খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান। এতে শিক্ষার্থী-শিক্ষক ও অভিভাবকরা চিন্তিত হয়ে পড়ছেন। বিষয়টি অনুধাবন করে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে ৫ দফা নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর (মাউশি)।
বৃহস্পতিবার মাউশির এক নির্দেশনায় বলা হয়, সম্প্রতি ঢাকা মহানগর ও দেশের বিভিন্ন স্থানে ডেঙ্গুর বিস্তার ঘটেছে। বহু মানুষ এতে আক্রান্ত হয়েছেন। বিশেষজ্ঞদের ধারণা, সতর্কতা অবলম্বন করলে এ রোগ হতে নিস্তার পাওয়া সম্ভব। 

ডেঙ্গু এডিস মশাবাহিত রোগ। তাই শিক্ষাপ্রতিষ্ঠানসমূহের খেলার মাঠ এবং ভবনসমূহের মধ্যে পানি জমে থাকে এমন জায়গা, ফুলের টবে জমে থাকা পানি এডিস মশার উপযুক্ত প্রজনন কেন্দ্র। 

মাউশির ৫ দফা নির্দেশনায় বলা হয়েছে- 

১ খেলার মাঠ ও ভবনসমূহ নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। 
২ মাঠ কিংবা ভবনে জমে থাকা পানি দ্রুত সরিয়ে ফেলতে হবে। 
৩ শিক্ষা প্রতিষ্ঠানসমূহে সৌন্দর্য বর্ধনের জন্য যেসব ফুলের টব রাখা হয়েছে, সেগুলো নিয়মিত পরিষ্কার রাখতে হবে। 
৪ এডিস মশার প্রজননস্থলে যাতে পানি জমতে না পারে তা নিশ্চিত করতে হবে।
৫ ডেঙ্গু প্রতিরোধের উপায়সমূহ শিক্ষার্থীদের জানাতে হবে।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল