• বুধবার ০৮ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৫ ১৪৩১

  • || ২৮ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

ইবিতে আনসার ও বিদেশি শিক্ষার্থীদের জন্য হবে কুরবানিইবিতে আনসার ও

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ২৫ জুন ২০২৩  

ক্যাম্পাসের নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্য ও বিদেশি শিক্ষার্থীদের জন্য ক্যাম্পাসেই কুরবানি করবে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) প্রশাসন। 

কুরবানি বাস্তবায়নের জন্য এরই মধ্যে একটি কমিটি গঠন করেছে কর্তৃপক্ষ। কমিটির আহ্বায়ক সহযোগী অধ্যাপক ড. আমজাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।


জানা যায়, ক্যাম্পাসের নিরাপত্তা প্রহরী ও বিদেশি শিক্ষার্থীদের জন্য প্রত্যেক বছরই কুরবানির ব্যবস্থা করে আসছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এছাড়া ক্যাম্পাসের ভিতরে কিছু ছিন্নমূল লোকজনকে এ থেকে সাহায্য করা হয়। এ বছর কুরবানি বাস্তবায়নের জন্য তিন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। কমিটিতে আহবায়ক হিসেবে রয়েছেন সহকারী প্রক্টর ড. আমজাদ হোসেন, সদস্য সচিব হিসেবে আছেন সিকিউরিটি ইনচার্জ আব্দুস সালাম সেলিম ও সদস্য হিসেবে আছেন বিশ্ববিদ্যালয়ের সাদ্দাম হোসেন হল মসজিদের ইমাম বেলায়েত হোসেন।


কমিটির সদস্যরা জানান, কুরবানি বাবদ এ বছর ৫০ হাজার টাকা বাজেট রাখা হয়েছে। এরই মধ্যে দুইটি ছাগল কেনা হয়েছে।


ক্যাম্পাসের আনসার সদস্য রুবেল হোসেন বলেন, নিরাপত্তার দায়িত্বে থাকার কারণে সবসময় বাড়িতে গিয়ে ঈদ করা হয় না। যেই ঈদে বাসা যাওয়া হয় না সেসময়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে আমাদের জন্য বিশেষ বাজেট রাখা হয়। এবারেও কুরবানি করা হবে। এর মাধ্যমে কিছুটা হলেও প্রিয়জনদের শূন্যতা পূরণ হয়ে যায়। এরকম ব্যবস্থা করার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ধন্যবাদ।


এ বিষয়ে কমিটির আহ্বায়ক সহযোগী অধ্যাপক ড. আমজাদ হোসেন বলেন, ‘আনসার সদস্যরা যেহেতু আমাদের নিরাপত্তা জন্য কাজ করেন এবং ঈদের সময় অনেকেই বাসা যেতে পারেন না। এছাড়া বিদেশি শিক্ষার্থীরা ঈদের সময়ে ক্যাম্পাসেই থাকেন। তাই তাদের জন্য প্রশাসন এই ব্যবস্থা করেন।’

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল