• বৃহস্পতিবার ০৯ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৬ ১৪৩১

  • || ২৯ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

৮ কোটি ইউরো অনুদান দেবে ইইউ

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ২৬ অক্টোবর ২০২৩  

মানসম্মত শিক্ষা ও নবায়নযোগ্য জ্বালানী শক্তি উৎপাদনসহ কয়েকটি খাতের উন্নয়নে বাংলাদেশকে ৮ কোটি ২০ লাখ ইউরো অনুদান দেবে ইউরোপিয় ইউনিয়ন (ইইউ)। 

বুধবার (২৫ অক্টোবর) বেলজিয়ামের ব্রাসেলসে বাংলাদেশ ও ইইউর মধ্যে এ সংক্রান্ত চুক্তি হয়। অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ৬টি প্রকল্পে এই অনুদান দেয়া হয়ে। যা দেশব্যাপী মানসম্মত শিক্ষা ও কারিগরি শিক্ষা বিস্তারের মাধ্যমে দক্ষ জনশক্তি তৈরি, নবায়নযোগ্য জ্বালানী শক্তি উৎপাদন, পরিবেশসম্মত ইট উৎপাদন, লিঙ্গ বৈষম্য রোধ, সরকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ ও জনগণের সেবা প্রাপ্তি নিশ্চিতকল্পে বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে ব্যয় করা হবে।

চুক্তি অনুযায়ী ইউরোপী ইউনিয়নের অনুদান পাওয়া প্রকল্পগুলোর মধ্যে সবেচেয়ে বেশি অনুদান পাবে হিউম্যান ক্যাপিটাল ডেভেলপম্যান্ট প্রোগ্রাম ফর বাংলাদেশ ২০২১ (এইচসিডিপি) প্রকল্পে ৩ কোটি ইউরো। এছাড়া পার্টনারশিপ ফর গ্রিন এনার্জি ট্রানজিশন প্রকল্পে ১ কোটি ২০ লাখ, ইফেক্টিভ গভর্নেন্স: এক্সিলারেটিং ই-গভর্মেন্ট অ্যান্ড ডিজিটাল পাবলিক সার্ভিস ইন বাংলাদেশ প্রকল্পে ১ কোটি, বাংলাদেশে পাবলিক এবং কর্মক্ষেত্রে লিঙ্গ ভিত্তিক সহিংসতার প্রতিরোধ ও প্রতিক্রিয়া শক্তিশালীকরণ প্রকল্পে ১ কোটি, বাংলাদেশে সবুজ অবকাঠামো বাড়ানোর প্রকল্পে ১ কোটি ইউরো অনুদান দেবে ইইউ। এ প্রকল্পগুলো বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের মাধ্যমে বাস্তবায়ন করা হবে।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল