• বৃহস্পতিবার ০৯ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৬ ১৪৩১

  • || ২৯ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

সুগন্ধি চাল রফতানি বন্ধ রাখার সিদ্ধান্ত

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ২৫ অক্টোবর ২০২৩  

সুগন্ধি চাল রফতানিতে নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সভা ও কৃষি মন্ত্রণালয়ের একটি সভায় দেশ থেকে সুগন্ধি চালসহ যে কোনো প্রকার চাল রফতানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়। সম্প্রতি এ সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য সংশ্লিষ্টদের কাছে চিঠি পাঠিয়েছে কৃষি মন্ত্রণালয়।
বাংলাদেশ ব্যাংকের গভর্নর, জাতীয় রাজস্ববোর্ডের চেয়ারম্যান, বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিবসহ সংশ্লিষ্টদের কাছে এ নির্দেশনার চিঠি পাঠানো হয়েছে।
 
চিঠিতে বলা হয়, গত ৮ অক্টোবর খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির একটি সভা খাদ্যমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। ঐ সভায় দেশের সার্বিক খাদ্য পরিস্থিতি বিবেচনায় দেশ থেকে সুগন্ধি চালসহ যে কোনো প্রকার চাল রফতানি কার্যক্রম বন্ধ রাখার সুপারিশ করা হয়।

এর আগে, গত ১০ সেপ্টেম্বর কৃষি সচিবের সভাপতিত্বে কৃষিপণ্য রফতানির সমস্যা ও সমাধানের কৌশল’ সংক্রান্ত একটি সভা অনুষ্ঠিত হয়। ঐ সভায় সিদ্ধান্ত হয় ‘খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে চাল/সুগন্ধি চাল রফতানি বন্ধ করতে হবে।’

সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়/বিভাগ/দফতর/সংস্থাকে এ সিদ্ধান্তের আলোকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানানো হয় চিঠিতে।

রফতানি নীতি আদেশ অনুযায়ী, বাংলাদেশ থেকে সব সময়ই চাল রফতানি নিষিদ্ধ। তবে সরকারের অনুমতি নিয়ে সুগন্ধি চাল রফতানির সুযোগ রয়েছে। ২০২১ সালের জুলাইয়ে ২৮টি প্রতিষ্ঠানকে ২৫ হাজার টন সুগন্ধি চাল রফতানির অনুমতি দেয় সরকার। তবে ২০২২ সালের ফেব্রুয়ারিতে রফতানি বন্ধও করে দেওয়া হয়। কিন্তু গত কয়েক মাস আগে সুগন্ধি চাল রফতানির সুযোগ আবার উন্মুক্ত করে সরকার।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল