• শনিবার ০৪ মে ২০২৪ ||

  • বৈশাখ ২১ ১৪৩১

  • || ২৪ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

ক্রেডিট কার্ড ব্যবহারে যা জানা প্রয়োজন

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ২২ অক্টোবর ২০২৩  

আমরা সবাই জানি ক্রেডিট কার্ড কী ভাবে সামলে রাখতে হয়। তবুও তা মানি কি? যদি মানতাম, তা হলে কার্ড নিয়ে এত জালিয়াতি হয়তো হতো না। তাই আবার ঝালিয়ে নেওয়া যাক কার্ড সাবধানে ব্যবহারের উপায়-
* ক্রেডিট কার্ড হাতছাড়া করা যাবে না। কনট্যাক্টলেস ক্রেডিট কার্ড হলে তো আরও সাবধান। 
* ক্রেডিট কার্ডের পিন নিয়মিত বদলান। এই কাজটা আমরা সাধারণভাবে কখনোই করি না। আর সব কার্ডেই এক পিন রেখে দিয়ে থাকি। এটা একেবারেই করা উচিত নয়।
* কাউকে ওটিপি দেওয়া যাবে না।
* মোবাইল ফোনে ক্রেডিট কার্ড পিন লিখে রাখবেন না।
* নিয়মিত এসএমএস দেখুন। কোনো লেনদেন যদি আপনি না করে থাকেন বলে মনে হয়, সঙ্গে সঙ্গে ব্যাংকে জানান।
* আপনি আসল ব্যক্তি কি না, জানার জন্য অনেক ব্যাংকই শেষ তিনটি বা শেষ লেনদেনের অঙ্ক জানতে চায়। তাই এই তথ্যটি হাতের কাছেই রাখবেন।
* কার্ড হারালে সঙ্গে সঙ্গে ব্লক করুন এবং ব্যাংককে জানান।
* কোনো লিঙ্কে গিয়ে টাকা দেওয়ার আগে খতিয়ে দেখুন সেটা জাল কিনা। এইচটিটিপিএস আছে কিনা দেখে নিন।
* গুগল কিন্তু আজকাল সাবধান করে। যদি সাইট নিয়ে সংশয় থাকে, সতর্কবার্তা পাবেন।
* ক্রেডিট কার্ড হারিয়েছেন? একটা নির্দিষ্ট সময়ের মধ্যে ব্যাংককে জানালে আপনার কার্ডের পয়সা কাটা যাবে না। সেই সময়সীমা জেনে রাখুন।
* ব্যাংককে ফোনে কিছু জানালে, ইমেলেও তা লিখে জানান। এতে আপনার কাছে অভিযোগের রেকর্ড থাকবে, যা পরে কাজে লাগতে পারে। ক্রেডিট কার্ডের পিন নিয়মিত বদলান। এই কাজটা আমরা সাধারণভাবে কখনোই করি না। আর সব কার্ডেই এক পিন রেখে দেই। এটা একেবারেই করা উচিত নয়।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল