• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৫ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

আজকের টাঙ্গাইল

হলি কেয়ার পাবলিক স্কুল এন্ড কলেজে কারিকুলাম প্রশিক্ষণ অনুষ্ঠিত

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ১২ ফেব্রুয়ারি ২০২৩  

হ‌বিগঞ্জের বাহুব‌ল উপজেলায় সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান হ‌লি কেয়ার পা‌ব‌লিক স্কুল এন্ড ক‌লে‌জে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হ‌য়ে‌ছে।

শ‌নিবার সকাল ১০ টা হ‌তে বিকাল ৫ পর্যন্ত ( ১১ জানুয়ারী) হ‌লি কেয়ার পা‌ব‌লিক স্কুল এন্ড ক‌লে‌জের কনফা‌রেন্স রু‌মে জাতীয় শিক্ষাক্রম বিস্তরণ-২০২৩ বিষ‌য়ে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

হ‌লি কেয়ার পা‌ব‌লিক স্কুল এন্ড ক‌লে‌জের আ‌য়োজ‌নে উ‌দ্ধোধনী ও সমাপ‌নি অনুষ্ঠা‌নে প্রধান অ‌তি‌থি হিসা‌বে উপ‌স্থি‌ত ছি‌লেন শিক্ষানুরাগী, মহব্বপুর স:প্রা:বি: এর সহকারী শিক্ষক তাজুল ইসলাম,সভাপ‌তি হিসা‌বে ছি‌লেন অত্র প্রতিষ্ঠা‌নে প্রিন্সিপাল মৌলুদ হোস‌েন আখনজী, বি‌শেষ অ‌তিথি হিসা‌বে উপ‌স্থিত ছি‌লেন পু‌টিজু‌রি এস:সি:উচ্চ বিদ‌্যাল‌য়ের সহকারী শিক্ষক রুপম আচার্য।।

হ‌লি কেয়ার পা‌ব‌লিক স্কুল এন্ড ক‌লে‌জের বার ( ১২) জন শিক্ষক-‌শিক্ষ‌িকা উক্ত প্রশিক্ষ‌ণে অংশ গ্রহণ ক‌রেন।

দিনব‌্যাপী এ প্রশিক্ষণ প‌রিচালনা ক‌রেন মাস্টার ট্রেইনার মোঃ শামীমুল ইসলাম তালুকদার ও  মাস্টার ট্রেইনার মোঃ হাবীব আহ‌মেদ শিক্ষকদ্বয়।
 
সমাপ‌নি বক্ত‌ব্যে সক‌লে সরকার কতৃক প্রণীত জাতীয় শিক্ষাক্রম ২০২৩ বিস্তরণ প্রশিক্ষণলম্ব জ্ঞান অত্র প্রতিষ্ঠা‌নে যথাযথ প্রয়োগের মাধ‌্যমে চতুর্থ শিল্পবিপ্লবের চ‌্যা‌লেঞ্জ মোক‌াবেলায় আগামী প্রজন্ম সক্ষমভা‌বে গ‌ড়ে উঠ‌বে।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল