• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৫ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

আজকের টাঙ্গাইল

কাজিপুরে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার ফাইনাল ও পুরস্কার বিতরণী

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ১৭ জানুয়ারি ২০২৩  

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় ৫১ তম শীতকালীন জাতীয়  স্কুল  মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া  প্রতিযোগিতার ফাইনাল ও  পুরস্কার বিতরণী  অনুষ্ঠিত হয়েছে।  

মঙ্গলবার (১৭  জানুয়ারি)  বিকেলে  উপজেলা পরিষদ খেলার মাঠে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে  সভাপতিত্ব করেন ইউএনও সুখময় সরকার। এর আগে এই কেলার উদ্বোধন করেন প্রধান অতিথি   সিরাজগন্জ -১ কাজিপুর সাংসদ প্রকৌশলী তানভীর শাকিল জয়।  পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়দের মাঝে পুরস্কার তুলে দেন বিশেষ অতিথি কাজিপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী,ভাইস চেয়ারম্যান দ্বীন মোহাম্মদ বাবলু, মহিলা ভাইস চেয়ারম্যান শাপলা খাতুন,   উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার একেএম শাহা আলম মোল্লা, উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার শামীম আরা।  উপজেলা একাডেমিক সুপারভাইজার আতিকুর রহমানের পরিচালনায় এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য মোসলেম উদ্দিন তালুকদার,  পৌর মেয়র আব্দুল হান্নান তালুকদার,মেঘাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল বাকী,  ক্ষুদিরাম কুমার শাহা, নুরুল ইসলাম, লুৎফর রহমান, এনামুল হক,মারজিয়া বেগম,   সহকারী শিক্ষক  আব্দুল মতিন,সাজেদুল করিম  সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সহকারী শিক্ষকবৃন্দ। 
প্রতিযোগিতাটি সমন্বয়কারি  ছিলেন উপজেলা ক্রীড়া সংস্থার সম্পাদক  সহকারি অধ্যাপক আসাদুজ্জামান বাবলুসহ শরীরচর্চা শিক্ষক বৃন্দ। খেলায় ভলিবল বালক বিজয়ী খাসশুড়িবেড় উচ্চ বিদ্যালয়, রানারআপ শিমুলদাইড় উচ্চ  বিদ্যালয়,  ভলিবল বালিকা দল বিজয়ী মেঘাই ই ইউ আই উচ্চ বিদ্যালয়, রানারআপ সরকারি বালিকা উচ্চ বিদ্যালল, ক্রিকেট বালিকা দল বিজয়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, রানারআপ মেঘাই ই ইউ আই উচ্চ বিদ্যালয়, বালক দল বিজয়ী নাটুয়ারপাড়া উচ্চ বিদ্যালয়, রানারআপ আর ডি উচ্চ বিদ্যালয, ব্যাটমিন্টন বালিকা একক ও যৌথ বিজয়ী মেঘাই ই ইউ আই উচ্চ বিদ্যালয়, রানারআপ আর ডি উচ্চ বিদ্যালয় এছাড়া মেঘাই ই ইউ আই উচ্চ বিদ্যালয় এথলেটিক্স প্রতিযোগিতায় ১৯ টি ইভেন্ট বিজয় অর্জন করেছে।
 

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল