• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

আজকের টাঙ্গাইল

জামালপুরে নির্মাণ হচ্ছে দেশের সবচেয়ে বড় সৌরবিদ্যুৎকেন্দ্র

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ১৬ জুলাই ২০২২  

জামালপুরে যমুনা নদীর পাড়ে নির্মাণ করা হবে দেশের সবচেয়ে বড় ১শ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্র। ৩২৫ দশমিক ৬৫ একর জমির ওপর গড়ে উঠবে সোলার পার্কটি। এতে মোট ব্যয় ধরা হয়েছে এক হাজার ৫১১ কোটি টাকা। প্রকল্পের আওতায় ভারতীয় ঋণ এক হাজার ১১৫ কোটি টাকা। ২০২৩ সালের ডিসেম্বরের পর এখান থেকে সুফল মিলবে।

জ্বালানি বিশেষজ্ঞ ও বুয়েটের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ইজাজ হোসেন বলেন, নবায়নযোগ্য জ্বালানি থেকে বিদ্যুৎ পেতে সরকার জামালপুরে ১শ মেগাওয়াট যে কেন্দ্র নির্মাণ করতে যাচ্ছে, সেটি একটি যুগান্তকারী পদক্ষেপ। এ ধরনের একটি বড় প্রকল্প বাস্তবায়ন হলে আমরা দেশে সৌরশক্তির বড় অবদানটা বুঝতে পারবো। বিদ্যুতের ট্যারিফ বেশি হলেও পরিবেশের কথা মাথায় রেখে অন্তত এ ধরনের প্রকল্প বাস্তবায়ন জরুরি।

এ খাতের সম্ভাবনা ও প্রতিবন্ধকতা প্রসঙ্গে তিনি বলেন, কৃষিজমিতে সোলার পার্ক করায় আমরা নিষেধাজ্ঞা দিয়েছি। ফলে আমাদের সম্ভাবনা সীমিত। যদি এক্ষেত্রে কিছুটা ছাড় দিতাম ভালো হতো। বিশ্বের অনেক দেশই কিন্তু ছাড় দিচ্ছে। রুমানিয়া নতুন আইন করেছে কৃষিজমিতে সোলার পার্ক করার বিষয়ে।

তিনি বলেন, কৃষিজমিতে বুঝেশুনে ছাড় দেওয়া যায়। এক শতাংশ জমি তো নষ্ট হয়ে যাচ্ছে বসতবাড়ি ও শিল্পখাতে। সামনে ফুড ও বিদ্যুৎ নিরাপত্তা জরুরি। তাই কৃষিজমিতে সোলার পার্কের জন্য ছাড় দেওয়া দরকার। সমস্যা হচ্ছে সোলার পার্ক করতে গেলে পাশেই কৃষিজমি থাকে। এখন বিদ্যুৎ উৎপাদনে উপকরণের দাম বেড়েছে। সেক্ষেত্রে আমি মনে করি সোলারে যাওয়া ছাড়া কোনো পথ নেই।’

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল