• শুক্রবার ০৩ মে ২০২৪ ||

  • বৈশাখ ২০ ১৪৩১

  • || ২৩ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল
সর্বশেষ:
উপজেলা নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে কাজ করার নির্দেশ থাইল্যান্ডের সঙ্গে অংশীদারত্ব নতুন যুগে: প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচনের প্রস্তুতি-প্রচারণা দেখতে আ`লীগকে বিজেপি’র আমন্ত্রণ ডলারের দাম বৃদ্ধির পরও হজ প্যাকেজের খরচ কমানো হয়েছে : ধর্মমন্ত্রী এবারও হজযাত্রীদের ইমিগ্রেশন ঢাকায় হবে: সৌদি রাষ্ট্রদূত দ্বাদশ সংসদের দ্বিতীয় অধিবেশন বসছে আজ এপ্রিলে রেমিট্যান্স এলো ১৯০ কোটি ৮০ লাখ ডলার প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনের সময় পেছাল খেটে খাওয়া মানুষের ভাগ্য পরিবর্তন করাই আওয়ামী লীগের লক্ষ্য যুক্তরাষ্ট্রে মানবাধিকার লঙ্ঘন নিয়ে প্রশ্ন তুললেন প্রধানমন্ত্রী

কুমিল্লায় ৮১৪টি মন্ডপে শারদীয় দূর্গাপুজা উদযাপনের প্রস্তুতি চলছে

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর ২০২৩  

আসন্ন শারদীয় দূর্গাপুজা উদযাপনে জেলায় ব্যাপক প্রস্তুতি শুরু হয়েছে। ইতিমধ্যে নগরীর বিভিন্ন স্থানে এবং উপজেলার বিভিন্ন মন্দিরে কারিগররা প্রতিমা তৈরীর কাজে ব্যস্ত রয়েছেন। 
জেলা হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্ট সূত্রে জানা যায়- আগামী ২১ অক্টোবর থেকে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপুজা মহাসমারোহে শুরু হবে। এবার দূর্গা দেবীর ঘোটকে আগমন এবং গমন। জেলায় ৮১৪টি মন্ডপে শারদীয় দূর্গাপুজা উদযাপনের প্রস্তুতি চলছে। উপজেলাসমূহে ও মহানগরে পুজা মন্ডপের তালিকা অনুসারে মহানগরে ৬৪টি, আদর্শ সদর ২৬টি, সদর দক্ষিণ ৩০টি, নাঙ্গলকোট ১১টি, লালমাই ১৭টি, চৌদ্দগ্রাম ২২টি, মনোহরগঞ্জ ১২টি, লাকসাম ৩৫টি, বরুড়ায় ৯৩টি, চান্দিনা ৭৭টি, বুড়িচং ৪৩টি, ব্রাহ্মণপাড়া ১৬টি, দেবিদ্বার ৯১টি, মুরাদনগর ১৫৫টি, তিতাস ১৩টি হোমনা ৪৯টি, মেঘনা ১১টি, দাউদকান্দি ৪৯টি মন্ডপে দূর্গাপুজা অনুষ্ঠিত হবে।
সনাতন ধর্মাবলম্বীদের বাৎসরিক প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপুজা সার্বজনীনভাবে অনুষ্ঠিত হয়ে থাকে। চিরায়ত ধর্মীয় ও সামাজিকভাবে আনন্দঘন পরিবেশে উৎসবমুখর পরিবেশে শারদীয় দূর্গাপুজার প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে।
এবার সুষ্ঠুভাবে শারদীয় দূর্গাপুজা অনুষ্ঠানের লক্ষ্যে জেলা, উপজেলা প্রশাসন, পুলিশ, র‌্যাব, আইন-শৃঙ্খলা বাহিনী সতর্ক রয়েছে। যেন কোন বিশৃঙ্খলা বা নাশকতা করতে না পারে সেজন্য আইন শৃঙ্খলা-বাহিনী কঠোর অবস্থানে থাকবে। প্রতিমা তৈরীর স্থান সমূহে আইন-শৃঙ্খলা বাহিনীর নজরদারি করছে। 

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল