• রোববার ০৫ মে ২০২৪ ||

  • বৈশাখ ২২ ১৪৩১

  • || ২৫ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

নুরের বিরুদ্ধে মামলার আবেদন

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ৮ জুলাই ২০২৩  

দেশবিরোধী নানা ষড়যন্ত্রে লিপ্ত থাকার অভিযোগে গণঅধিকার পরিষদের সদস্য সচিব  নুরুল হক নুর ওরফে ভিপি নুরের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলার আবেদন করা হয়েছে।

মুক্তিযুদ্ধ মঞ্চের সাধারণ সম্পাদক আল মামুন শুক্রবার (৭ জুলাই) বিকেলে শাহবাগ থানায় মামলার আবেদন করেন।


বিষয়টি নিশ্চিত করেছেন শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর মুহাম্মদ।


তিনি বলেন, আমাদের কাছে এমন একটি মামলার আবেদন এসেছে। বিষয়টি নিয়ে কথাবার্তা বলে পরে আপনাদের জানাবো।


মামলার আবেদনে নুরের বিরুদ্ধে দুবাইয়ে অস্বীকৃত ইসরায়েল রাষ্ট্রের গোয়েন্দা সংস্থা মোসাদের এজেন্ট মেন্দি এন সাফাদির সঙ্গে বৈঠক, পার্বত্য চট্টগ্রামের বিদ্রোহী জঙ্গি গোষ্ঠী কুকি চীনের সঙ্গে যোগাযোগ করে রাষ্ট্রের বিরুদ্ধে অবস্থানসহ বৈধ সরকার উৎখাতের ষড়যন্ত্রে লিপ্ত থাকার অভিযোগ আনা হয়েছে। নুরের এসব কর্মকাণ্ড রাষ্ট্রদ্রোহিতার শামিল। এ অবস্থায় তার বিরুদ্ধে দণ্ডবিধির ১২৪(ক), ১২০(খ) ও ৫০৬ ধারায় মামলা করা আবশ্যক।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল