• রোববার ০৫ মে ২০২৪ ||

  • বৈশাখ ২২ ১৪৩১

  • || ২৫ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

পদোন্নতি পেয়ে সিনিয়র সহকারী জজ হলেন ১৯১ বিচারক

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ২৫ জুন ২০২৩  

সারাদেশে সহকারী জজ থেকে পদোন্নতি পেয়ে সিনিয়র সহকারী জজ হয়েছেন ১৯১ জন বিচারক। 


রাষ্ট্রপতির আদেশক্রমে গত বৃহস্পতিবার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে আইন বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ।


প্রজ্ঞাপনের বলা হয়, সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে সহকারী জজ বা সমপর্যায়ের বিচারকদের (তালিকা অনুসারে) বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস (বেতন ও ভাতাদি) আদেশ, ২০১৬ -এর বেতন স্কেলের চতুর্থ গ্রেডে বেতনক্রম অনুসারে সিনিয়র সহকারী জজ পদে পদোন্নতি দেওয়া হলো।


এসব বিচারকরা পুনরাদেশ না দেওয়া পর্যন্ত পদোন্নতিপ্রাপ্ত পদে স্ব স্ব কর্মস্থলে কর্মরত থাকবেন বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।


পদোন্নতিপ্রাপ্ত বিচারকদের তালিকা আইন ও বিচার বিভাগের ওয়েবসাইটে (www.lawjusticediv.gov.bd) পাওয়া যাবে।


এসব বিচারকরা ২০১৮ সালে জুডিসিয়াল সার্ভিসে যোগ দিয়েছিলেন।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল