• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৫ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

আজকের টাঙ্গাইল

শিল্পে ব্যবহৃত প্রাকৃতিক গ্যাস যাচ্ছে গোপালগঞ্জে

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ৬ মে ২০২৪  

গোপালগঞ্জে প্রাকৃতিক গ্যাস যাচ্ছে । পায়রা বন্দরের গভীর সমুদ্র থেকে অর্থাৎ কুয়াকাটা থেকে বরগুনা, ঝালকাঠি, বরিশাল, গোপালগঞ্জ বাগেরহাট হয়ে খুলনায় পর্যন্ত যাবে এ গ্যাস পাইপলাইন। তবে এ গ্যাস কেবলমাত্র শিল্প কারখানায় ব্যবহৃত হবে। এ গ্যাস পরিবার ভিত্তিক সংযোগ দেওয়া হবে না । তবে এ গ্যাস লাইনের গ্যাস দিয়ে গোপালগঞ্জের কোটালীপাড়ার রাধাগঞ্জে প্রস্তাবিত ২শ’ একর জমির উপর নির্মিত ইকোনোমিক জোনে শিল্প কারখানায় সংযোগ দেওয়া হবে। এছাড়া জেলার অন্যান্য স্থানে গড়ে ওঠা কল কারখানা গুলো তাদের চাহিদা মাফিক গ্যাস ব্যবহার করে স্বল্পমূল্যে পণ্য উৎপাদন করতে পারবে। শিল্প কল-কারখানায় কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। সেই সাথে এ অঞ্চলের মানুষের বেকারত্ব দূর হবে। এ জেলায় অর্থনৈতিক সমৃদ্ধি ঘটবে। এ অঞ্চলের মানুষের আর্থ সামাজিক উন্নয়ন ঘটবে বলে গোপালগঞ্জের জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম প্রধান অতিথির বক্তব্যে বলেছেন । এ বিষয়ে রোববার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম এসব তথ্য জানান। এ সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ গোলাম কবির। সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি মাহবুব আলী খান, জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অ্যাড. মুন্সী মোঃ আতিয়ার রহমান। এছাড়া অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ফারহানা জাহান উপমা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জি.এম সিহাব উদ্দিন আজম সহ বিভিন্ন দপ্তরের প্রধান, জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন। সেন্টার ফর এনভায়রনমেন্টাল এন্ড জিওগ্রাফিক ইনফরমেশন সার্ভিস এই মতবিনিময় সভার আয়োজন করে। আয়োজক সংগঠনের পরিচালক মোক্তারুজ্জামান, পরিবেশ বিশেষজ্ঞ আবু সাঈদ মোঃ ফয়সাল, ম্যাকানিক্যাল ইঞ্জিনিয়ার ইয়ার উদ্দিন মোঃ আওরঙ্গজেব প্রমূখ মত বিনিময় সভায় গ্যাস প্রকল্প সম্পর্কে অবহিত করেন। গোপালগঞ্জের শিল্প কলকারখানায় গ্যাস পাচ্ছে এ খবরে গোপালগঞ্জের শিল্প-কলকারখানার মালিকরাই নয়, সর্বস্তরের মানুষই খুশি। গোপালগঞ্জ চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রির সহসভাপতি আলহাজ্জ্ব মোঃ মোশাররফ হোসেন , টুঙ্গিপাড়া পৌরসভার মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল, কোটালীপাড়া পৌরসভার মেয়র মতিয়ার রহমান হাজরা বলেন, গ্যাস পাইপলাইনের কাজ শেষ হলে আমরা গোপালগঞ্জে শিল্প কারখানার জন্য গ্যাস পাব। সেই গ্যাস ব্যবহার করে দেশি-বিদেশী উদ্যোক্তারা কল-কারখানা স্থাপন করবেন। এতে এ অঞ্চলের মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। বেকারত্ব হ্রাস পাবে। জেলাবাসীর আর্থ সামাজিক উন্নয়ন ঘটবে। আয়োজক সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, গোপালগঞ্জ অতিক্রমকারী পাইপ লাইনের দৈর্ঘ্য ৩১.২৫ কিঃমি। পাইপ লাইনটি গোপালগঞ্জ জেলার অন্তর্গত ৩ উপজেলা অতিক্রম করবে। উপজেলা গুলো হলো- গোপালগঞ্জ সদর, কোটালীপাড়া এবং টুঙ্গিপাড়া। গোপালগঞ্জ সদর উপজেলার ১১ নং ওয়ার্ডের খাটরা মৌজা, ওয়ার্ড ১৪ নং ওয়ার্ডের বোড়াশী ও ১৫ নং ওয়ার্ডের তেঘরিয়া ও গোবরা মৌজা, গোবরা ইউনিয়নের পোদ্দারের চর মৌজা এবং রঘুনাথপুর ইউনিয়নের সিলনা ও দীঘারকুল মৌজা অতিক্রম করবে গ্যাস লাইন । কোটালীপাড়া উপজেলার কান্দি ইউনিয়নের গজালিয়া, হিজলবাড়ি, তালপুকুরিয়া মৌজা ও টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতি ইউনিয়নের বালাডাঙ্গা, বড় সিঙ্গিপাড়া, টুঙ্গিপাড়া মৌজা, বর্নি ইউনিয়নের বর্নি মৌজা, ডুমুরিয়া ইউনিয়নের ভৈরব নগর, সালুখা মৌজা এবং গোপালপুর ইউনিয়নের গুয়াধানা মৌজার মধ্য দিয়ে গ্যাস লাইন যাবে । উল্লিখিত মৌজা গুলো থেকে জমি অধিগ্রহণ ও অধিযাচন এর মোট পরিমান যথাক্রমে ৬২.৬৩৪ একর এবং ১১৭.৪৮৬ একর। উল্লেখ,আগামী ৩ বছরের মধ্যে এ গ্যাস লাইন স্থাপনের কাজ শেষ হবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে ।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল