• রোববার ০৫ মে ২০২৪ ||

  • বৈশাখ ২২ ১৪৩১

  • || ২৫ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

বাজিতপুরে বৃষ্টির জন্য বিশেষ নামাজ আদায়

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ২৫ এপ্রিল ২০২৪  

তীব্র তাপদাহে পুড়ছে দেশ। সারাদেশে জারি করা হয়েছে হিট অ্যালার্ট। বৃষ্টির জন্য হাহাকার পড়েছে দেশ জুড়ে। সারাদেশের মতো তীব্র তাপদাহে জনজীবন বিপর্যস্ত কিশোরগঞ্জেও। বৃষ্টির জন্য হাহাকার পড়েছে জেলাজুড়ে। পানির অভাবে মাঠ-ঘাট ফেটে চৌচির। ফসল নষ্ট হচ্ছে। এমন অবস্থায় তীব্র তাপদাহ থেকে রক্ষা পেতে আল্লাহর কাছে দোয়া করতে জেলার বাজিতপুর উপজেলার সরারচরে বৃষ্টির জন্য প্রার্থনা করে ইসতিসকার নামাজ আদায় এবং দোয়া করা হয়েছে। বৃহস্পতিবার সকালে জেলার বাজিতপুর উপজেলার সরারচর ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদরাসা মাঠে বৃষ্টির জন্য বিশেষ এ নামাজ আদায় করা হয়। নামাজে ইমামতি করেনে বাজিতপুর থানা মসজিদের সাবেক খতিব মাওলানা আমিনুল ইসলাম জালালী। নামাজ শেষে গরম থেকে মুক্তি, ফসল রক্ষা ও বৃষ্টির জন্য আল্লাহর রহমত কামনা করে বিশেষ প্রার্থনা করা হয়। নামাজে শতাধিক মুসল্লী অংশ নেন। মাওলানা আমিনুল ইসলাম জালালী বলেন, আল্লাহর রহমত কামনা করে বৃষ্টি চেয়ে ইসতিসকার নামাজ আদায় করা হয়েছে। আল্লাহ মানুষের ওপর যাতে রহমতের বৃষ্টি নাজিল করে সেই কামনায় দোয়া করা হয়েছে।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল