• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৫ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

আজকের টাঙ্গাইল

কাঠমিস্ত্রীকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন, বশির মেম্বার গ্রেফতার

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ১২ ফেব্রুয়ারি ২০২৩  

কুমিল্লার দেবিদ্বারে চুরির অপবাদ দিয়ে মামুন মিয়া নামে এক কাঠমিস্ত্রীকে ঘর থেকে তুলে নিয়ে আম গাছের সঙ্গে বেঁধে অমানবিক নির্যাতনের ঘটনায় বশির মেম্বারকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার রাতে দেবিদ্বার উপজেলার ইউসুফপুর ইউপির পূর্ব-নবীপুর গ্রামের মামুন মিয়ার স্ত্রী রাবেয়া আক্তার বাদী হয়ে বশির মেম্বারসহ ১০ জনকে অভিযুক্ত করে মামলা করেন। পুলিশ অভিযান চালিয়ে ইউসুফপুর ইউপির সাবেক মেম্বার মো. বশিরকে গ্রেফতার করে।

মোবাইল চুরির অপবাদ দিয়ে গত ৮ ফেব্রুয়ারি রাত আড়াইটার দিকে বশির মেম্বারের নেতৃত্বে তার লোকজন কাঠমিস্ত্রী মামুনকে তুলে নিয়ে বাড়ির গাছের সঙ্গে বেঁধে রেখে রাতভর শারীরিক নির্যাতন চালায়। চুরির স্বীকারোক্তি আদায়ের জন্য প্লাস দিয়ে মামুনের পায়ের নখ উপড়ে ফেলে। 

৯ ফেব্রুয়ারি বিকেলে স্থানীয় ইউসুফপুর ইউপি চেয়ারম্যান মো. জাকারিয়া ম্যানেজার গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে সালিসে মোবাইলটি মামুন চুরি করেছে এমন কোনো প্রমাণ পাননি। আহত মামুন মিয়ার চিকিৎসায় বশির মেম্বারকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। চেয়ারম্যানের সহযোগীতায় মামুন মিয়াকে রাতে হাসপাতালে ভর্তি করেন স্বজনরা।

দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) কমল কৃষ্ণ ধর জানান, এ অমানবিক ঘটনাটি বিভিন্ন প্রচার মাধ্যমে প্রকাশ হওয়ায় নির্যাতিত পরিবারকে অভয় দিয়ে ডেকে এনে মামলা দায়ের করা হয়। মামলার প্রধান অভিযুক্ত বশির মেম্বারকে গ্রেফতার করে কোর্ট হাজতে চালান করা হয়েছে।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল