• মঙ্গলবার ২১ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৬ ১৪৩১

  • || ১২ জ্বিলকদ ১৪৪৫

আজকের টাঙ্গাইল

জামালপুরে সমাজসেবার উদ্যোগে চেক বিতরণ

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ১ ফেব্রুয়ারি ২০২৩  

সরকারের অন্যতম মানবিক কাজের উদাহরণ হিসেবে জামালপুরে জেলা সমাজসেবা কার্যালয়ের মাধ্যমে ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ এবং থ্যালাসেমিয়ায় আক্রান্ত রোগীদের মাঝে এককালীন আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়। 

চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক জনাব শ্রাবস্তী রায়। ১ ফেব্র“য়ারি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপস্থিত থেকে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মোক্তার হোসেন, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক রাজু আহমেদ, বাংলাদেশ আওয়ামী লীগের জামালপুর জেলা শাখার সাবেক সিনিয়র সহ সভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানা,জেলা শিক্ষা কর্মকর্তা মুনিরা মোস্তারি ইভা, শহর সমাজসেবা কর্মকর্তা ফারুক মিয়া, জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা ইশরাকী ফাতেমা প্রমুখ। জামালপুর পৌরসভায় বসবাসরত দুরারোগ্য রোগে আক্রান্ত ২২জন রোগীর মাঝে চেক বিতরণ করা হয়। প্রধানমন্ত্রী সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় প্রত্যেক রোগীকে ৫০ হাজার টাকার চেক দেয়া হয়। বক্তারা সরকারের ধরণের ও মানবিক উদ্যোগের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে উপস্থিত সকল রোগীর আরোগ্য কামনা করেন।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল