• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৫ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

আজকের টাঙ্গাইল

সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ ইসির

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ১৭ নভেম্বর ২০১৮  

সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ ইসির

সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ ইসির

একাদশ জতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সংখ্যালঘু জনগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিতের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

নির্দেশনায় স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের সচিবকে বলা হয়েছে- আগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ করা হবে। ইতোমধ্যে নিয়োগ করা হয়েছে নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা। সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানে নির্বাচনপূর্ব এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে নির্বাচন কমিশন চারটি নির্দেশনা দিয়েছে।

এগুলো হলো- নির্বাচনী এলাকায় অবৈধ অস্ত্র উদ্ধার, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা ও সংখ্যালঘুদের নিরাপত্তা বিধান, আইন-শৃঙ্খলা বাহিনী মোতায়েন পরিকল্পনা এবং অবৈধ অনুপ্রবেশকারীদের নিয়ন্ত্রণ ও নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড প্রস্তুতকরণ।
এদিকে অন্য এক নির্দেশনায় স্থানীয় সরকার বিভাগের সচিবকে বলা হয়েছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে স্থানীয় সরকারগুলোর সহায়তা নিশ্চিত করার জন্য।

ফরহাদ আহাম্মদ খান স্বাক্ষর করা এ নির্দেশনাটিও মঙ্গলবার পাঠানো হয়েছে। এতে উল্লেখ করা হয়েছে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে নির্বাচন সম্পন্ন করার লক্ষ্যে স্থানীয় সরকার তথা ইউনিয়ন পরিষদ, পৌরসভা, উপজেলা পরিষদ  ও জেলা পরিষদ নিজ নিজ এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষার্থে আইন প্রয়োগকারী সংস্থাকে প্রয়োজনীয় সহায়তা দেবে বলে নির্বাচন কমিশন আশা করে। এজন্য স্থানীয় সরকারগুলোকে বিশেষ দায়িত্ব দিয়ে নির্বাহী আদেশ জারি করার জন্য স্থানীয় সরকার বিভাগকে নির্দেশ দেওয়া হয়েছে।

আগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২৮ নভেম্বর। ২ ডিসেম্বর বাছাই। আর প্রার্থিতা প্রত্যাহার ৯ ডিসেম্বর।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল