• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৫ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

আজকের টাঙ্গাইল

পলিথিন থেকে তেল উৎপাদন

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ২৪ জানুয়ারি ২০২৩  

ফেনীতে পরিবেশের জন্য ভয়াবহ হুমকি হয়ে ওঠা প্লাস্টিক বর্জ্য থেকে তেল তৈরি করতে ফুয়েল রিকোভারি পলিথিন রিডিউজ পাইরোলাইসিস প্ল্যান্ট স্থাপন করা হয়েছে। শহরের সুলতানপুর এলাকায় স্থাপিত এ প্রতিষ্ঠানে পরীক্ষামূলকভাবে তৈরি শুরু করেছে ঠিকাদারি প্রতিষ্ঠান ভূঁইয়া ট্রেডিং ইন্টারন্যাশনাল।
সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রতিবছর দেশে যে বিপুল পরিমাণ প্লাস্টিক বর্জ্য তৈরি হচ্ছে, তা থেকে উৎপাদিত জ্বালানি তেল গৃহস্থালি ছাড়াও ব্যবহার করা যাবে কারখানায়। বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন করতে পরিবেশ অধিদফতরের তত্ত্বাবধানে ফুয়েল রিকভারি প্রতিষ্ঠান করতে সহযোগিতা করেছে ফেনী পৌরসভা। গৃহস্থালির ব্যবহৃত প্লাস্টিক খালি বোতল, ব্রাশ, প্রসাধনীর খালি প্যাকেট, খাদ্যদ্রব্যের মোড়কের প্যাকেট, স্যালাইনের প্যাকেট, পানির খালি বোতল, কোমল পানীয় বোতল, বাসা-বাড়িতে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের অপচনশীল প্লাস্টিক দ্রব্য মেশিনে দিয়ে তেল তৈরি করা হবে।

সূত্র আরো জানায়, জৈব সার উৎপাদনকেন্দ্রের পাশে বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্টের অর্থায়নে ১১ লাখ ১৫ হাজার ৯০৮ টাকা ব্যয়ে গত চার মাস আগে পলিথিন রিডিউজ পাইরোলাইসিস মেশিন স্থাপন করা হয়। এ মেশিনে পলিথিন রিডিউজ করা হলে এখান থেকে গ্রিন ওয়েল নামে এক ধরনের জ্বালানি তেল উৎপাদন হবে। যা জ্বালানি ও বিভিন্ন সড়ক উন্নয়ন কাজে ব্যবহত হয়।

ভূঁইয়া ট্রেডিং ইন্টারন্যাশনাল কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও কনসালটেন্ট ইঞ্জিনিয়ার আলমগীর হোসাইন জানান, আগামী তিন বছরের জন্য এ প্রজেক্ট তিনি পরিচালনা করবেন। এ মেশিনে রিয়েক্টর, এয়ারব্যাগ, কুলিং সিস্টেম, ড্রাপটিং সিস্টেম, গিয়ার বক্স, গ্যাস ওয়াটার, ওয়েল ট্যাংক, প্রেসার গ্রেস, টেম্পারেচার মিটার, ইমার্জেন্সি ভাল্বসহ মোট ১১টি যন্ত্রের মাধ্যমে কোনো প্রকার ধোঁয়া ও বায়ুদূষণ ছাড়া পলিথিনকে রিডিউজ করে বাষ্পের সাহায্যে পাইরোলাইসিস প্রক্রিয়ার মাধ্যমে তেল তৈরি করা হবে। এ মেশিনটি চালাতে সর্বমোট ১০ জন অপারেটর প্রয়োজন। তবে পরীক্ষামূলক উৎপাদনে আমরা একজন অপারেটর একজন ম্যানেজার ও দুই এসিস্ট্যান্ট দিয়ে প্রক্রিয়া শুরু করেছি। এখানে চাহিদা মতো পলিথিন সংগ্রহ হলে রিসাইক্লিনের ও রিডিউজের মাধ্যমে পাইরোলাইসিস করে প্রতিদিন ৫০০ কেজি পলিথিন থেকে ২০০ লিটার গ্রিন ওয়েল তেল তৈরি করা সম্ভব হবে।

তিনি আরো জানান, পরিবেশ অধিদফতর ও পৌরসভা তথা পৌরসভার নাগরিকদের সর্বাত্মক সহযোগিতা পেলে ফেনী জেলা বন পরিবেশ ও জলবায়ু পরিবর্তনের অগ্রণী ভূমিকা রাখতে সক্ষম হবে বলে তিনি আশা প্রকাশ করেন। এজন্য সবার সহযোগিতা কামনা করেন তিনি ।

ফেনীর পরিবেশ অধিদফতরের সিনিয়র কেমিস্ট তানভীর আহমেদ জানান, ফেনী পৌরসভার সঙ্গে চুক্তিবদ্ধ পরিবেশ উন্নয়ন সংস্থা অরবিট হেলথ অ্যান্ড এনভায়রনমেন্ট ডেভেলপমেন্ট ফাউন্ডেশন। যদি ঠিকমত হাসপাতাল ও গৃহস্থালি বর্জ্যের পলিথিন ঠিকাদারী প্রতিষ্ঠান ভূইয়া ট্রেডিং ইন্টারন্যাশনালকে সাপ্লাই দিতে পারে তা হলে সরকারের ভিশন বাস্তবায়ন হবে।

ফেনীর পরিবেশ অধিদফতরের উপ-পরিচালক মোসাম্মাৎ শওকত আরা কলি বলেন, পলিথিন রিডিউজ করে পাইরোলাইসিস প্রক্রিয়ায় তেল উৎপাদন করলে একদিকে পরিবেশ রক্ষা হবে। অন্যদিকে তেল তৈরিতে আয় বাড়বে। এ প্ল্যান যেসব জেলায় স্থাপন করা হয়েছে, সেখানে পরিবেশের আমূল পরিবর্তন হবে। এজন্য শুধু শহর নয়, গ্রামের হাট-বাজার, বাসা-বাড়িতে ব্যবহৃত পলিথিন, প্লাস্টিকের খালি বোতলসহ অপচনশীল দ্রব্য নির্দিষ্ট স্থানে জমিয়ে রেখে তা পৌরসভার মাধ্যমে প্লান্টে পাঠানো উত্তম। এতে যেমনি তেল উৎপাদন হবে, কিছু মানুষের কর্মেও ব্যবস্থা হবে। ফলে পরিবেশের ভারসাম্য রক্ষা হবে।

ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী বলেন, পলিথিন প্রক্রিয়া করে তেল উৎপাদন করলে একদিকে পরিবেশ রক্ষা হবে। অন্যদিকে তেল উৎপাদনে আয় বাড়বে ও কর্মসংস্থানের ব্যবস্থা হবে। 

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল