• রোববার ০৫ মে ২০২৪ ||

  • বৈশাখ ২২ ১৪৩১

  • || ২৫ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

হেলিকপ্টারে বউ এনে দাদার শখ পূরণ

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ১৪ জানুয়ারি ২০২৩  

আশিকুর রহমান পাপ্পু। ছোটবেলা থেকেই প্রিয়পাত্র হয়ে ওঠেন সবার। তবে খুব আদর করতেন দাদা জবানী সরদার। নাতিকে নিয়ে স্বপ্নও ছিল অনেক। এর মধ্যে হেলিকপ্টারে চড়ে পাপ্পুর বউ আসবেন এমন ইচ্ছা দীর্ঘদিনের। অবশেষে দাদার সেই শখ পূরণ করলেন নাতি।
ঢাকায় বিয়ে করলেও বউকে নিয়ে হেলিকপ্টারে চড়ে গ্রামের বাড়ি পাবনার সুজানগরে আসেন পাপ্পু। সঙ্গে ছিলেন দাদা জবানী সরদার। শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা বিমানবন্দর থেকে একটি হেলিকপ্টারে সুজানগর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে নামেন তারা।

পাপ্পু সুজানগর পৌর শহরের চর সুজানগর মহল্লার ফজলুর রহমানের ছেলে। তিনি পেশায় একজন ইঞ্জিনিয়ার। ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। আর কনে নুসরাত জাহান জীম ঢাকার গাজীপুরের বাসিন্দা টুটুল শেখের মেয়ে। তিনি বিএ অনার্সের ছাত্রী।

বরের চাচা পাবনা পৌর শহরের চর সুজানগর মহল্লার হেলাল উদ্দিন বলেন, ছয়-সাত মাস আগে আমার ভাতিজা পাপ্পুর বিয়ে হয়। বিয়ের পর নিজের বাড়িতেই ছিলেন মেয়ে। শুক্রবার তাকে আনুষ্ঠানিকভাবে ছেলের বাড়িতে নিয়ে আসা হলো।

ছেলের চাচি শাহনাজ খাতুন, ভাবি অনামিকা নাসরিন ও চাচাতো বোন তুলি খাতুন বলেন, হেলিকপ্টারে করে বউ এনেছে। আমরা তাদের ফুল দিয়ে বরণ করেছি। হেলিকপ্টারে বউ আনা এ প্রথম দেখেছি।

আশিকুর রহমান পাপ্পু বলেন, ছোট থাকতেই দাদার খুব ইচ্ছা ছিল যেন হেলিকপ্টারে বউ নিয়ে আসি। তার সেই শখ পূরণ করতেই মূলত এ আয়োজন। দাদার ইচ্ছা পূরণ করতে পেরে আমি খুব আনন্দিত। হেলিকপ্টারে দাদাও আমার সঙ্গে ছিলেন।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল