• রোববার ০৫ মে ২০২৪ ||

  • বৈশাখ ২২ ১৪৩১

  • || ২৫ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

মেট্রোস্টেশনে জন্ম নেয়া শিশুটির যে নাম রাখা হলো

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ১৩ জানুয়ারি ২০২৩  

রাজধানীর আগারগাঁওয়ে মেট্রোরেল স্টেশনে জন্ম নেয়া শিশুটির নাম রাখা হয়েছে ‘রাজত্ব’। সে এখন পুরোপুরি সুস্থ। তার মা সোনিয়া রানী রায়ও সুস্থ আছেন। তারা হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন।
শুক্রবার (১৩ জানুয়ারি) সোনিয়া রানী ও রাজত্বকে রাজধানীর ধানমন্ডির রেনেসাঁ হাসপাতাল থেকে উত্তরার নলভোগের বাসায় নেয়া হয়। শিশুর বাবা পুলিশ সদস্য সুকান্ত সাহা গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, জন্মের পর রাজত্বের কিছু শারীরিক সমস্যা দেখা দেয়। পরে তাকে হাসপাতালে নেয়া হয়। বর্তমানে আমার ছেলে ও স্ত্রী সুস্থ। তাদের বাড়ি নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (১২ জানুয়ারি) সকালে রাজধানীর আগারগাঁওয়ে মেট্রোরেল স্টেশনে ফুটফুটে শিশুর জন্ম দেন সোনিয়া রানী রায় নামের এক মা। স্টেশনের ফার্স্ট এইড সেন্টারে শিশুটির জন্ম হয়।

মেট্রোরেলের চিকিৎসক, যাত্রী ও রোভার স্কাউটের এক নারী সদস্যের সহায়তায় সোনিয়া রানী ছেলেসন্তানের জন্ম দেন। পরে মা ও সন্তানকে অ্যাম্বুলেন্সে ধানমন্ডির একটি হাসপাতালে নেয়া হয়।

জানা গেছে, অন্তঃসত্ত্বা সোনিয়া রানী রায় আগারগাঁও স্টেশনে নামার সময় অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে স্টেশনের ফার্স্ট এইড সেন্টারে নেয়া হয়।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল