• বৃহস্পতিবার ০২ মে ২০২৪ ||

  • বৈশাখ ১৯ ১৪৩১

  • || ২২ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

টেকনাফে ২০ হাজার মরণঘাতি মাদক ইয়াবাসহ দুই রোহিঙ্গা আটক

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ১২ জানুয়ারি ২০২৩  

কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ২০ হাজার ইয়াবাসহ দুই রোহিঙ্গাকে আটক করেছে র‌্যাব-১৫। বৃহস্পতিবার দুপুরে হ্নীলা ইউপির লেদা জামে মসজিদের সামনে থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, উখিয়া উপজেলার বালুখালী ৯ নম্বর ক্যাম্পের সব্বির আহাম্মেদের ছেলে সৈয়দ হোসাইন (২২) ও হ্নীলা ইউপির লেদা ২৪ নম্বর ক্যাম্পের শামসুল আলমের স্ত্রী দিলদার বেগম (৩২)।

এসব তথ্য নিশ্চিত করেছেন কক্সবাজার র‌্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ল’এন্ড মিডিয়া) মো. আবু সালাম চৌধুরী।

তিনি জানান, বৃহস্পতিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-২ হোয়াইক্যং ক্যাম্পের আভিযানিক দল হ্নীলা ইউনিয়নের লেদা জামে মসজিদের সামনে অভিযান পরিচালনা করে। এ সময় নারীসহ দুইজনকে আটক করতে সক্ষম হয়। পরে তাদের দেহ তল্লাশি করে ২০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, দীর্ঘদিন যাবত তারা পরস্পরের যোগসাজশে ইয়াবা সংগ্রহ করে কক্সবাজারসহ বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিলেন। উদ্ধারকৃত ইয়াবাসহ আটক রোহিঙ্গাদের বিরুদ্ধে একটি নিয়মিত মামলা রুজু করে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল