• শনিবার ০৪ মে ২০২৪ ||

  • বৈশাখ ২১ ১৪৩১

  • || ২৪ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

সরিষাবাড়ীতে শহীদদের স্মরণে শ্রদ্ধা নিবেদন

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ৫ নভেম্বর ২০২২  

জামালপুরের সরিষাবাড়ীতে গণহত্যা ও স্বাধীনতা যুদ্ধে শহীদদের স্মরণে শহীদ নগরে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে । 

৫ নভেম্বর শনিবার দুপুরে উপজেলার পিংনা ইউনিয়নের বারইপটল শহীদ নগর স্মৃতিস্তম্ভে শহীদদের প্রতি সরিষাবাড়ী আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী  মাহবুবুর রহমান হেলাল পুষ্পস্তবক অর্পণ করেন।পুষ্পস্তবক অর্পণের পর কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন । এ সময় বীর প্রতিক আব্দুল হাকিম,বীরমুক্তিযোদ্ধা আমান উল্লাহ, বীর মুক্তিযোদ্ধা কামাল হোসেন, বীর মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেন,বীর মুক্তিযোদ্ধা ইন্তাজ হোসেন, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজু, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক অধ্যাপক মামুন অর রশীদ,উপজেলা ছাত্রলীগের উপ দপ্তর সম্পাদক ইয়াসিন আলম শিপন সহ স্থানীয় মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগ এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। লক্ষ মায়ের আত্মত্যাগের বিনিময়ে আমাদের স্বাধীনতা অর্জিত হয়েছে বলে জানিয়ে মাহবুবুর রহমান হেলাল শ্রদ্ধা নিবেদনের সময় বলেন, দেশের স্বাধীনতার জন্য বীর মুক্তিযোদ্ধাদের গুরুত্বপূর্ণ ভূমিকার চিত্র নতুন প্রজন্মের কাছে তুলে ধরা মুক্তিযোদ্ধাদের প্রতি আমাদের দায়িত্ব ও কর্তব্যবোধের পরিচায়ক। বীর মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান। মুক্তিযোদ্ধা পরিচয়টা ভীষণ গর্বের, সম্মানের। বঙ্গবন্ধুর মার্চের ঐতিহাসিক ভাষণ শুনেই মুক্তিযোদ্ধারা নিজের জীবনের মায়াকে তুচ্ছ করে দেশমাতৃকাকে শত্রুমুক্ত করতে মহান মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন। বঙ্গবন্ধুর ক্যারিশম্যাটিক নেতৃত্ব ও বীর মুক্তিযোদ্ধাদের সর্বোচ্চ আত্মত্যাগের ফসল আজকের স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। যতদিন বাংলাদেশ থাকবে ততদিন বঙ্গবন্ধু ও বীর মুক্তিযোদ্ধাদের অবদান ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে জ্বলজ্বল করবে।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল