• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৫ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

আজকের টাঙ্গাইল

রক্তের বন্ধন ঝাউগড়া শাখার উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ১৯ মার্চ ২০২২  

জামালপুরের মেলান্দহ উপজেলায় রক্তের বন্ধন ঝাউগড়া শাখার উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও রক্তদান সম্পর্কে সচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হয়েছে। ১৭ মার্চ দিনব্যাপী ঝাউগড়া উচ্চ বিদ্যালয় মাঠে এই কর্মসূচীর আয়োজন করা হয়।

রক্তের বন্ধন ঝাউগড়া শাখার সভাপতি সোলাইমান কবির সেলিমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ঝাউগডা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আঞ্জুমনোয়ারা চৌধুরি হেনা। এ ছাড়াও ঝাউগড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রকিবুল ইসলাম, ঝাউগড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি খায়রুল ইসলাম রুশো, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম আফসারী, ঝাউগড়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক এম এ লতিফ লাঞ্জু, বঙ্গবন্ধু সাংস্কৃতিক ঝাউগড়া ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক জামিল হোসেন, ঝাউগড়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক শফিকুল ইসলাম, বাগবাড়ী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক শফিকুল ইসলাম, রক্তের বন্ধনের সাধারণ সম্পাদক সাকিব আল রাজ হেলাল, রক্তের বন্ধন ঝাউগড়া শাখার সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।

এ সময় বক্তারা বলেন, স্বেচ্ছায় ও বিনামূল্যে রক্তদানের মাধ্যমে অনেক অসহায় মুমূর্ষু মানুষের জীবন বাঁচানো যায়। রক্তের কোন বিকল্প নেই, তাই সবাইকে রক্তদানের ব্যাপারে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়। পরে পাঁচশতাধিক মানুষের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল