• শুক্রবার ০৩ মে ২০২৪ ||

  • বৈশাখ ২০ ১৪৩১

  • || ২৩ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

সরিষাবাড়ীতে প্রাণী চিকিৎসকদের বৈজ্ঞানিক কর্মশালা অনুষ্ঠিত

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারি ২০২২  

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় গবাদিপশুর স্বাস্থ্য রক্ষায় প্রাণী চিকিৎসকদের নিয়ে দিনব্যাপী বৈজ্ঞানিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ২৭ ফেব্রুয়ারি এলবিয়ন ল্যাবরেটরিজ লিমিটেড এনিম্যাল হেলথ ডিভিশনের আয়োজনে আরামনগর কামিল মাদরাসার মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ অফিসের উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা (স্বাস্থ্য) আব্দুল বারী। এলবিয়ন ল্যাবরেটরিজ লিমিটেডের পি এম ডি ডাক্তার মাফিজুল ইসলাম মৃদুল কর্মশালার প্রধান আলোচক হিসাবে বক্তব্য রাখেন।

কর্মশালায় গবাদিপশুর রোগ প্রতিরোধ পরিকল্পনা এবং খামার ব্যবস্থাপনা বিস্তারিত বিবরণ তুলে ধরা হয়। এছাড়াও এলবিয়ন ল্যাবরেটরিজ লিমিটেড এনিম্যাল হেলথ ডিভিশন কতৃক যে সকল প্রডাক্ট বাজারজাত করা হয় সেগুলোর বিশেষত্ব, কার্যকারিতা এবং উপকারিতা সহজভাবে তুলে ধরে বক্তব্য রাখেন ডাক্তার মাফিজুল ইসলাম মৃদুল।

এতে অন্যান্যের মধ্যে উপজেলা প্রাণিসম্পদ অফিসের সম্প্রসারণ কর্মকর্তা জামাল উদ্দিন বাদশা, এ আই টেকনিশিয়ান ভবানিপুর এলাকায় আব্দুস সাত্তার, এলবিয়ন ল্যাবরেটরিজ লিমিটেড টাঙ্গাইল জেলার সিনিয়র এরিয়া ম্যানেজার মিজানুর রহমান প্রমুখ।

বৈজ্ঞানিক কর্মশালায় উপজেলার বিভিন্ন এলাকার ৫৩ জন প্রাণী চিকিৎসক অংশ নেয়।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল