• শুক্রবার ১৭ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৩ ১৪৩১

  • || ০৮ জ্বিলকদ ১৪৪৫

আজকের টাঙ্গাইল

দেওয়ানগঞ্জের পাররামরামপুর ইউপিতে ভোটগ্রহণ স্থগিত

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ৩১ জানুয়ারি ২০২২  

উচ্চ আদালতের আদেশে জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার পাররামরামপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন স্থগিত ঘোষণা করা হয়েছে। উপজেলা নির্বাচন কর্মকর্তা বেলাল হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ আদেশ জারি করা হয়।

জানা যায়, ৩১ জানুয়ারি পাররামরামপুর ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। উপজেলা নির্বাচন কমিশন সকল প্রস্তুতি সম্পন্ন করে। কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হয় ইভিএম মেশিন, পুলিশ, আনসার ভিডিপিসহ নির্বাচনী সকল সরঞ্জাম। নির্বাচনে চেয়ারম্যান পদে ৬ জন, সংরক্ষিত মহিলা আসনের ১৪ জন এবং সাধারণ সদস্য পদে জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।


দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা বেলাল হোসেন নির্বাচন স্থগিতের বিষয়টি নিশ্চিত করেন। নির্বাচন স্থগিতের বিষয়ে তার স্বাক্ষরিত একটি গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

গণবিজ্ঞপ্তিতে বলা হয় ষষ্ঠ ধাপের পাররামরামপুর ইউপি নির্বাচনের সকল কার্যক্রম তিন মাসের জন্য স্থগিত করা হলো।

উপজেলা নির্বাচন কর্মকর্তা বেলাল হোসেন বলেন, উচ্চ আদালতের নির্দেশনা মোতাবেক পাররামরামপুর ইউপি নির্বাচন সকল কার্যক্রম আগামী তিন মাসের জন্য স্থগিত ঘোষণা করা হয়েছে। এর প্রেক্ষিতে একটি বিজ্ঞপ্তিও প্রকাশ করেছি। আমাদের ভোটগ্রহণের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছিল। ইতিমধ্যেই আমাদের নির্বাচনে সকল সরঞ্জামাদি প্রতিটি ভোটকেন্দ্রে পৌঁছানো হয়েছিল।

উলেক্ষ্য যে, আগামী ৩১ জানুয়ারি ষষ্ঠ ধাপের ইউপি নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও ভোটগ্রহন স্থগিত চেয়ে উচ্চ আদালতে রিট করেন বর্তমান পাররামরামপুর ইউপি’র চেয়ারম্যান সোহেল রানা। তার রিটের প্রেক্ষিতেই উচ্চ আদালত ৩ মাসের জন্য নির্বাচন স্থগিত ঘোষণা করেন।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল