• রোববার ০৫ মে ২০২৪ ||

  • বৈশাখ ২২ ১৪৩১

  • || ২৫ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে ১০০ দিন উৎসব

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ৬ জানুয়ারি ২০২২  

বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনের সমাপনী প্রান্তে মুক্তিযুদ্ধ জাদুঘর ১ জানুয়ারি থেকে ১০ এপ্রিল পর্যন্ত শত দিনের উৎসব উদযাপনের আয়োজন করেছে।

এই উদযাপনের অংশ হিসেবে গতকাল মঙ্গলবার সকালে মুক্তিযুদ্ধ জাদুঘর প্রাঙ্গণে উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা ব্যান্ডবাদন পরিবেশন এবং ঐকতান সংস্কৃতি চর্চা কেন্দ্রের সহযোগিতায় ১০০টি প্রতীকী ইটে মুক্তিযুদ্ধের ছবি এঁকে দেয়াল নির্মাণ করে। 

যেসব ছবিজুড়ে মুক্তিযুদ্ধ, শহীদ মিনার, মুক্তিযুদ্ধ, লাল সবুজের বাংলাদেশ, বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, নানা ভঙিমায় বঙ্গবন্ধু, জাতীয় স্মৃতিসৌধ, আবহমান বাংলার রূপ, বিজয়ের মিছিলসহ নানা প্রসঙ্গ উপস্থাপন করা হয়।

এ সময় শিক্ষার্থী, শিক্ষক ও মুক্তিযুদ্ধ জাদুঘরের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারী এবং সাধারণ দর্শক-শ্রোতার আনন্দঘন উপস্থিতিতে উৎসবমুখর হয়ে ওঠে মুক্তিযুদ্ধ জাদুঘর প্রাঙ্গণ।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল